যুক্তরাষ্ট্রের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

১৮ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে নিয়োগ দেওয়ায় বিষয়টি বুধবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ ছিলেন ল। তার অধীনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে টাইগার যুবারা সেমি-ফাইনালে খেলেছিল।

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে লয়ের কোচিংয়ে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এরপর সহ-আয়োজক হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলবে তারা। দেশটির দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বাসিত ল যুক্তরাষ্ট্রকে শক্তিশালী একটি দলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।  

এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ, এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।

এর আগে ২০১১-১২ সালে বাংলাদেশ এবং ২০১৯-১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ল। তার অধীনেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। এছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন পালন করেন তিনি।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার ১৯৯৬ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন ল। ১৯৯৮ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পান সাবেক এই ব্যাটার।

আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের সব কটি ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

মন্তব্য করুন: