ইউরোপিয়ান ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের আহ্বান নরওয়ের
৩০ সেপ্টেম্বর ২০২৫

চলতি সপ্তাহে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিলের বিষয়ে উয়েফার ভোট হওয়ার কথা রয়েছে। এর আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে দেশটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের (এনএফএফ) প্রেসিডেন্ট।
আগামী ১১ অক্টোবর অসলোতে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে জয় পেলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আগামী বছরের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে দেশটির।
তবে এনএফএফের প্রেসিডেন্ট লিসে ক্লাভেনেসে জানান, তারা এই ম্যাচ বয়কট করবে না, বরং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রয়োজন। নরওয়ের একটি পডকাস্টে তিনি বলেন, “আমি নীতিগত অবস্থান থেকে কাজ করছি, তবে আমরা নিজেরা বয়কট করবো না। বয়কট করলে ইসরায়েলই বিশ্বকাপে চলে যাবে, আমরা নয়।”
ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য রাশিয়ার উদাহরণ টেনে ধরেন ক্লাভেনেস। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে দেশটিকে নিষিদ্ধ করা হয়।
উয়েফার নির্বাহী কমিটির সদস্য ক্লাভেনেস বলেন, “সাধারণভাবে, আমরা এখন ইসরায়েলকে নিষিদ্ধ করার পক্ষে কাজ করছি। আমাদের বিশ্বাস, তাদের নিষিদ্ধ করা উচিত। এটা নিয়ম রক্ষার ব্যাপার। ব্যক্তিগতভাবে আমি মনে করি, রাশিয়াকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, ইসরায়েলকেও করা উচিত। একজন ফুটবল প্রেসিডেন্ট হিসেবে আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আর আমার অবশ্যই আছে।”
এই সপ্তাহেই ইউরোপীয় প্রতিযোগিতায় থেকে ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার বিষয়ে জরুরি ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উয়েফা।
জাতিসংঘের তদন্ত কমিশন সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা যুদ্ধের সময় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। তবে ইসরায়েল অভিযোগ অস্বীকার করে প্রতিবেদনটিকে কেলেঙ্কারিপূর্ণ আখ্যা দিয়েছে।
এ বিষয়ে ক্লাভেনেস বলেন, “যে দেশের সঙ্গে খেলা, আর সেখানে গণহত্যা শব্দটা জড়িয়ে আছে সেখানে খেলাটা এটা সত্যিই খুব কঠিন। কারণ শেষ পর্যন্ত ওদের পতাকা আর জাতীয় সঙ্গীতই তো মাঠে থাকে।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দেশটির দাবি, তাদের যুদ্ধ গাজার জনগণের বিরুদ্ধে নয়, বরং হামাসের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে অপহরণ করেছিল।
অন্যদিকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে।
এর আগে তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাচিওসমানওলু ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ফিফা, উয়েফা ও বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনগুলোর কাছে চিঠি পাঠিয়েছিলেন।
মন্তব্য করুন: