এবার ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ইয়ামাল
৪ অক্টোবর ২০২৫

চোট কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফিরেছিলেন লামিনে ইয়ামাল। তবে আবার কুঁচকির পুরোনো চোটে পড়ায় প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই তরুণ ফরোয়ার্ড। ফলে বার্সেলোনা ছাড়াও স্পেনের হয়ে আগামী কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
শুক্রবার এক বিবৃতিতে ইয়ামালের চোটের কথা জানায় বার্সেলোনা। এর কয়েক ঘণ্টা আগে তাকে নিয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বিবৃতিতে জানানো হয়, চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুঁচকির পুরোনো চোট ফিরে এসেছে। সেরে উঠতে ১৮ বছর বয়সী এই তারকার দুই থেকে তিন সপ্তাহ লাগবে।
গত মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইয়ামালের কুঁচকির চোট নিয়ে তার ক্লাব ও জাতীয় দলের মধ্যে কিছুটা দ্বন্দ্ব দেখা দেয়। চোট নিয়েও বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তাকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। স্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। পরে সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ।
ওই চোটের কারণে বার্সেলোনার হয়ে টানা চারটি ম্যাচ খেলতে পারেননি ইয়ামাল। চোট কাটিয়ে গত রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে পুরো ম্যাচ খেলেন এই ফরোয়ার্ড।
নতুন করে পাওয়া চোটে রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাবে না বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতির পর ১৮ অক্টোবর লিগে জিরোনার বিপক্ষে এবং ২১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার সম্ভাবনা কম।
তবে সময় মতো সেরে উঠতে পারলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
চলতি মৌসুমে বার্সেলোনার খেলা ৯ ম্যাচের মধ্যে ৫টিতে মাঠে নামা ইয়ামাল দুটি গোল করেছেন।
মন্তব্য করুন: