ফ্রান্সের জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন এমবাপ্পে

১১ অক্টোবর ২০২৫

ফ্রান্সের জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন এমবাপ্পে

অসাধারণ এক গোলের পর আরেকটি গোলে সহায়তা করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফ্রান্সের জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে। ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, পুরোনো জায়গাতেই চোট পেয়েছেন ফ্রান্স অধিনায়ক।

শুক্রবার প্যারিসে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারায় ফ্রান্স।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে উগো একিতিকের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের ভেতর ঢুকে আরেকজনকে কাটিয়ে গোল করেন এমবাপ্পে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা এখন ৫৩টি।

দলের দ্বিতীয় গোলে সহায়তা করার পর ৮৩তম মিনিটে গোঁড়ালির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি হিসেবে নেমে পরের মিনিটেই দলের তৃতীয় গোলটি করেন ফ্লোরিয়ান তোভাঁ।

গত শনিবার রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচেও গোঁড়ালির চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন এমবপ্পে। ফলে এই ম্যাচে তার মাঠে নামা নিয়ে কিছুটা শঙ্কাও ছিল। পরে ফিজিওর সবুজ সঙ্কেত পেয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি।

ম্যাচ শেষে এমবাপ্পের চোটের বিষয়ে ফরাসি কোচ বলেন, “কিলিয়ান দারুণ অবস্থায় আছে। সে দলের নেতা, অধিনায়ক এবং সেপ্টেম্বর মাসেও সে এরকম দারুণ ফর্মেই ছিল। তবে তার গোঁড়ালিতে ব্যথা ছিল এবং এসব ক্ষেত্রে যেটা প্রায়ই হয়, ওই চোটের জায়গাতেই আরেকটি আঘাত পেয়েছে। ব্যথা ক্রমেই বাড়ছিল বলে মাঠ ছেড়ে উঠে যাওয়াই সে ভালো মনে করেছে।

এমবাপ্পের চোট কতটা গুরুতর, তা বোঝা যাবে পরীক্ষার পর। বিশ্বকাপ বাছাইয়ে আগামী সোমবার আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। ফলে সেই ম্যাচে দলের অধিনায়ককে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকছে।

মন্তব্য করুন: