বিশ্বের যেকোনো দলেই খেলার যোগ্যতা রাখে নেইমার: ব্রাজিল কোচ
১৪ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ শুরু হতে আর ১০ মাসেরও কম সময় বাকি আছে। অন্যদিকে দুই বছর ধরে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। তবে দেশের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার রয়েছেন কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায়। কিন্তু জাতীয় দলে ফেরার আগে এই ফরোয়ার্ডকে পুরোপুরি ফিট হতে হবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নেইমার ব্রাজিলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে সবশেষ মাঠে নেমেছিলেন। সে সময় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়েন। চোট কাটিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সি আর গায়ে জড়ানো হয়নি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। চলতি বছরের শুরুতে নিজেকে খুঁজে পেতে সৌদি আরব থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে ধারাবাহিকভাবে খেলতে পারছেন না তিনি।
মঙ্গলবার টোকিওতে জাপানের বিপক্ষে এশিয়া সফরের শেষ প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারের প্রতিভার প্রশংসা করলেও তার শারীরিক অবস্থার উন্নতির ওপর জোর দেন আনচেলত্তি।
“নেইমার এই দলে তার সেরা পারফরম্যান্স দিতে পারবে কোনো সমস্যাই ছাড়াই। যখন সে ফিট থাকে, তার এমন মানের খেলার ক্ষমতা আছে যে শুধু ব্রাজিল নয়, বিশ্বের যেকোনো দলে খেলতে পারে সে। কারণ তার প্রতিভা অনন্য।”
গত শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে অনুপ্রাণিত ব্রাজিল। দলটি দেখিয়েছে, এখনও তারা ‘সুন্দর খেলার’ ঐতিহ্য ধরে রাখতে জানে। তবে আনচেলত্তি জোর দিয়েছেন ভারসাম্য ও দলগত প্রচেষ্টার ওপর।
“ব্রাজিল জাতীয় দল সুন্দর ফুটবল খেলতে চায় এবং খেলতেও পারে। কিন্তু আপনি সুন্দর খেলা বলতে কী বোঝেন, সেটাই আসল ব্যাপার। খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ও দায়বদ্ধতা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাকে বলসহ এবং বল ছাড়াও সুন্দরভাবে খেলতে হবে, যা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।”
গত মে মাসে দায়িত্ব নেওয়া আনচেলত্তির অধীনে ব্রাজিল পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে, একটিতে ড্র করেছে ও একটিতে হেরেছে। ইতালিয়ান এই কোচের অধীনে দলটি এখন অনেক বেশি সংগঠিতভাবে রক্ষণভাগে খেলছে। ওই পাঁচ ম্যাচের মধ্যে কেবল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল খেয়েছে তারা। নিজেরা গোল করেছে ৯টি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে চার ফরোয়ার্ড – ভিনিসুস জুনিয়র, রদ্রিগো, মাতেউস কুইয়া ও তরুণ প্রতিভা এস্তেভাওকে রেখেছিলেন আনচেলত্তি, যেখানে স্বাগতিকদের গুঁড়িয়ে দুর্দান্ত জয় পায় ব্রাজিল। এবার জাপানের বিপক্ষে ম্যাচকে তিনি নিজেদের কৌশল আরও পরিশীলিত করার সুযোগ হিসেবে দেখছেন।
মন্তব্য করুন: