২ গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারল ব্রাজিল

১৪ অক্টোবর ২০২৫

২ গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারল ব্রাজিল

আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসবের ধারাটা জাপানের বিপক্ষেও ধরে রাখা ব্রাজিল প্রথমার্ধ শেষ করে দুই গোলে এগিয়ে থেকে। কিন্তু বিরতির পরই দুর্দান্ত প্রত্যাবর্তনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে জাপান।

মঙ্গলবার টোকিওতে এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারে ব্রাজিল। ৫১ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা স্বাগতিকরা কার্লো আনচেলত্তির দলের জালে পরের ১৯ মিনিটের মধ্যে গোল তিনটি দেয়।

ব্রাজিলের বিপক্ষে ১৪তম দেখায় এটি জাপানের প্রথম জয়। এর আগে ১১টিতে জিতেছিল সেলেসাওরা।

গত মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির অধীনে ছয় ম্যাচে এটি ব্রাজিলের দ্বিতীয় হার। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল তারা। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ওই ম্যাচেই প্রথম গোল হজম করেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্বাগতিকদের বিপক্ষে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আক্রমণে বেশ পিছিয়ে ছিল ব্রাজিল। ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের জন্য শট নেয় ৮টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৪টি। অন্যদিকে ১৫টি শট নেওয়া জাপান লক্ষ্যে রাখতে পারে ৬টি।

গত শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচের শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। ওই ম্যাচে দুই গোল করা রদ্রিগো ও এস্তেভাওকে বেঞ্চে রাখেন তিনি। তবে আক্রমণ ভাগের এই দুই খেলোয়াড়কে ছাড়াই ২৬তম মিনিটে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার পাওলো হেনরিক। এর মিনিট ছয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।

বিরতির পর ৫২তম মিনিটে ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোর ভুলের সুযোগ নিয়ে একটি গোল শোধ করে জাপান। ৬২তম মিনিটে সমতায় ফেরার পর ৭১তম মিনিটে তৃতীয় গোলটি করে স্বাগতিকরা।

মন্তব্য করুন: