নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

১৭ অক্টোবর ২০২৫

নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার ইউরোপে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আফ্রিকার দুটি দেশ সেনেগাল তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এর তিন দিন পর ফ্রান্সের লিলে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।

সিবিএফের বিবৃতিতে বলা হয়, আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এভাবে সূচি সাজানো হয়েছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া জাপানের বিপক্ষে খেলে ব্রাজিল। প্রথম ম‍্যাচে দক্ষিণ কোরিয়াকে - গোলে হারায় সেলেসাওরা। তবে পরের ম্যাচে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েও জাপানের বিপক্ষে - গোলে হারে তারা।

সিবিএফ ইঙ্গিত দিয়েছে, পরবর্তী প্রীতি ম‍্যাচে ইউরোপের শীর্ষ দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রে খেলতে পারে তারা। এছাড়া বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করতে সবশেষ প্রীতি ম‍্যাচটি তারা রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেলতে চায়।

দুই বছর আগে পর্তুগালের লিসবনে সেনেগালের বিপক্ষে সবশেষ প্রীতি ম‍্যাচে - গোলে হেরেছিল ব্রাজিল। অন্যদিকে সুশৃঙ্খল রক্ষণের জন‍্য পরিচিত তিউনিসিয়া গত মাসে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে। সব মিলিয়ে এই দুই দলের বিপক্ষে ম্যাচ দুটি আনচেলত্তিকে দলের সামর্থ পরীক্ষা করে নেওয়ার সুযোগ করে দিবে।

মন্তব্য করুন: