ক্লাসিকোর আগে দুই দলেই চোটের হানা

১৭ অক্টোবর ২০২৫

ক্লাসিকোর আগে দুই দলেই চোটের হানা

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে চোটের কবলে পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কাতালান ক্লাবটির চোটের তালিকায় এবার যুক্ত হয়েছেন পোলিশ গোলমেশিন রবের্ট লেভানডফস্কি।

আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে শনিবার জিরানোর বিপক্ষে বার্সেলোনা এবং রোববার গেতাফের বিপক্ষে রিয়াল মাঠে নামবে।

পোল্যান্ডের হয়ে খেলতে গিয়ে ঊরুর মাংসপেশির চোট নিয়ে বার্সেলোনায় ফিরেছেন লেভানডফস্কি। ফলে হানসি ফ্লিকের প্রথম দলের আটজন ফুটবলার এখন চোটের কারণে বাইরে আছেন।

আগে থেকেই চোটে পড়েছিলেন দানি ওলমো, গাভি, লামিনে ইয়ামাল, ফের্মিন লোপেস, রাফিনিয়া এবং দুই গোলরক্ষক জোয়ান গার্সিয়া ও মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

গত আগস্ট থেকে এখন পর্যন্ত ক্লাবটি অন্তত ১০টি বড় চোটের ধাক্কা সহ্য করেছে। মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেও আন্তর্জাতিক বিরতির আগে টানা দুটি ম্যাচে হেরেছে তারা – চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ২-১ গোলের পরাজয়ের পর লিগ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছে।

গার্সিয়া, টের স্টেগেন ও গাভির হাঁটুর অস্ত্রোপচারের কারণে এখনও কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। লেভানডফস্কি ও ওলমো ক্লাসিকো মিস করতে পারেন। তবে ইয়ামাল ও লোপেসকে নিয়ে কিছুটা আশাবাদী বার্সেলোনা। গত বুধবার দুজনই দলের অনুশীলনে ফিরেছেন। ফলে জিরোনার বিপক্ষে তাদের মাঠে নামার কিছুটা সম্ভাবনা রয়েছে।

দলটির সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম রাফিনিয়া। তিন সপ্তাহ আগে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে হ্যামস্ট্রিং চোটে পড়া এই ব্রাজিলিয়ান মাঠে ফেরার পথে ছিলেন। কিন্তু পুনরায় চোট পেয়ে শনিবারের ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন।

অন্যদিকে দুই সপ্তাহ আগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের মাংসপেশির চোটে পড়া রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেনের গেতাফের বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রথমে এটি হালকা টান হিসেবে ধরা হলেও পরে দেখা যায় চোটটি বেশ জটিল, যা ক্লাসিকোতে তার খেলার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

অন্যদিকে চোটের কারণে রক্ষণভাগের চার ফুটবলার – দানি কারভাহাল, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, আন্তোনিও রুডিগার ও ফেরলাঁ মঁদি আগেই মাঠের বাইরে চলে যাওয়ায় শক্তি হারিয়েছে শাবি আলোনসোর দল।

লা লিগায় বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল।

মন্তব্য করুন: