মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজন নিয়ে লা লিগায় খেলোয়াড়দের প্রতিবাদ

১৮ অক্টোবর ২০২৫

মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজন নিয়ে লা লিগায় খেলোয়াড়দের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগার নিয়মিত মৌসুমের ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে প্রতিবাদে নেমেছেন খেলোয়াড়েরা।

শুক্রবার রিয়াল ওভিয়েদো ও এসপানিওলের ম্যাচের শুরুতেই দুই দলের খেলোয়াড়রা মাঠে ১৫ সেকেন্ড স্থির অবস্থানে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সে সময় টেলিভিশনের সম্প্রচারে ২৫ সেকেন্ডের জন্য ক্যামেরা ঘুরিয়ে নেয় স্টেডিয়ামের বাইরের দৃশ্য দেখানো হয়। ফলে দর্শকরা টিভিতে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ নীরব প্রতিবাদটি দেখতে পারেননি।

এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে স্প্যানিশ ফুটবলারদের ইউনিয়ন (এএফই) ঘোষণা দেয়, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত নবম রাউন্ডের সবম্যাচগুলো শুরুর পরপরই খেলোয়াড়রা প্রতিবাদ জানাবেন।

এএফইর বিবৃতিতে বলা হয়, “লা লিগার যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে স্বচ্ছতার অভাব, সংলাপের অভাব ও অদ্ভুত দ্বিমুখী আচরণের বিরুদ্ধে খেলোয়াড়রা প্রতীকী প্রতিবাদ জানাবেন।

উয়েফার অনুমোদন পাওয়ার পর গত সপ্তাহেই মায়ামিতে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষে ভিয়ারিয়ালের ঘরের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এএফই জানায়, লা লিগার ২০ দলের অধিনায়কেরাই এই প্রতিবাদের পক্ষে একমত হয়েছেন। তবে তারা বার্সেলোনা ও ভিয়ারিয়ালের খেলোয়াড়দের এ কর্মসূচিতে অংশ নিতে বলেননি। কিন্তু তারা প্রতিবাদের মূল বক্তব্যের সঙ্গে একমত।

শনিবার জিরোনার বিপক্ষে বার্সেলোনা মাঠে নামবে, ভিয়ারিয়াল খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে।

অন্যদিকে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস দীর্ঘমেয়াদে রাজস্ব বৃদ্ধি এবং লিগের টিভি স্বত্বের মূল্য বাড়ানোর কৌশলের অংশ হিসেবে আগে থেকেই যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়াও তিনি জানান, ভবিষ্যতে প্রতি বছর অন্তত একটি করে লিগ ম্যাচ দেশের বাইরে আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

মন্তব্য করুন: