মায়ামিতে ম্যাচ খেলার সিদ্ধান্তে অসন্তুষ্ট বার্সার কোচ-খেলোয়াড়রা
১৮ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের মায়ামিতে লা লিগার নিয়মিত মৌসুমের ম্যাচ খেলার সিদ্ধান্তে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, তিনি ও তার শিষ্যরা এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন।
উয়েফার অনুমোদন পর গত সপ্তাহেই মায়ামিতে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ। ফলে ভিয়ারিয়ালের ঘরের মাঠের ম্যাচটি আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলতে হবে বার্সেলোনাকে।
এই একটি ম্যাচ খেলতে মৌসুম চলার সময় কাতালান ক্লাবটিকে ৭ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। বিষয়টি যেন মানতেই পারছেন না ফ্লিক।
শুক্রবার সংবাদ সম্মেলনে মায়ামিতে লিগ ম্যাচ খেলার প্রসঙ্গে বার্সেলোনা কোচের অবস্থান জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার খেলোয়াড়রা খুশি নয়, আমিও খুশি নই। কিন্তু লা লিগা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই ম্যাচ খেলব।”
তবে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা এই সিদ্ধান্তকে আগেই সমর্থন জানিয়েছেন। তার মতে, এটি যুক্তরাষ্ট্রে ক্রীড়া বাজারে প্রবেশের একটি সুযোগ।
কিন্তু ফ্লিক ও তার খেলোয়াড়দের জন্য এটির মানে হচ্ছে শীতকালীন ছোট বিরতির আগে অতিরিক্ত ভ্রমণ। স্প্যানিশ সুপার কাপে অংশ নিতে আগামী বছর সৌদি আরবেও যেতে হবে তাদের। সেখানে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৭ জানুয়ারি।
এর আগে মায়ামিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং জানিয়েছেন, খেলোয়াড়রা আগে থেকেই অতিরিক্ত ভ্রমণ ও ঠাসা সূচির চাপের মধ্যে আছে।
স্প্যানিশ ঘরোয়া টুর্নামেন্টগুলো ছাড়াও বার্সেলোনা ও ভিয়ারিয়াল চ্যাম্পিয়নস লিগেও খেলছে।
অন্যদিকে শুক্রবার স্প্যানিশ ফুটবলারদের ইউনিয়ন (এএফই) ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রে লা লিগা ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া লা লিগার নবম রাউন্ডের ম্যাচগুলো শুরুর আগে প্রতিবাদ জানাবে ২০টি ক্লাব। শুক্রবার রিয়াল ওভিয়েদো ও এসপানিওলের মধ্যকার ম্যাচ শুরুর আগে ১৫ সেকেন্ড নিরবে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।
মন্তব্য করুন: