সমালোচনার মুখে মায়ামিতে বার্সার ম্যাচ বাতিল
২২ অক্টোবর ২০২৫

ক্লাবগুলোর তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে লা লিগা। মঙ্গলবার এক বিবৃতি বিষয়টি জানায় আয়োজকরা।
দীর্ঘ দিন ধরেই দেশের বাইরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছিল লা লিগা। তবে অন্যান্য ক্লাবগুলোর প্রতিবাদের মুখে বিষয়টি অনেকদিন আটকে ছিল। কিন্তু গত আগস্টে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুমোদন দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এরপর চলতি মাসের শুরুতে এই ম্যাচ আয়োজনের অনুমতি দেয় উয়েফা।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ২০ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের দিনক্ষণ ঠিক করে আয়োজকরা।
তবে আরএফইএফের অনুমোদন দেওয়ার পরদিনই এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর লা লিগার ২০টি ক্লাবের অধিনায়করাও এর বিপক্ষে অবস্থান নেয়।
ম্যাচের সূচি চূড়ান্ত করার পর চলতি সপ্তাহের সব লিগ ম্যাচগুলোর শুরুতেই খেলোয়াড়রা মাঠে ১৫ সেকেন্ড স্থির অবস্থানে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
শুধু তাই নয়, বার্সেলোনার কোচ হানসি ফ্লিকসহ দলটির খেলোয়াড়রা এবং ভিয়ারিয়াল কোচও লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করেন।
মন্তব্য করুন: