চ্যাম্পিয়নস লিগের বড় জয়ের আত্মবিশ্বাস ক্লাসিকোয় কাজে লাগাবে বার্সা

২২ অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়নস লিগের বড় জয়ের আত্মবিশ্বাস ক্লাসিকোয় কাজে লাগাবে বার্সা

ফের্মিন লোপেসের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ও মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী সপ্তাহে লা লিগায় মাঠে নামার আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন কোচ হানসি ফ্লিক।

মঙ্গলবার ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে এবারের ইউরোপ ক্লাবসেরার আসরে দ্বিতীয় জয় তুলে নেয় বার্সেলোনা।

ম্যাচের সপ্তম মিনিটে গোলউৎসবের শুরুটা করেন লোপেস। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বিরতির পর ১১ মিনিটের ভেতর হয় বাকি চার গোল, ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে যার শুরুটা করেন লামিনে ইয়ামাল। ৭৪তম মিনিটে নিজের প্রথম গোল করেন র‌্যাশফোর্ড। দুই মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন লোপেস। এর মিনিট তিনেক পর দলের শেষ গোলটি করেন র‌্যাশফোর্ড।

বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত লোপেস বলেন, “আমি অনেক খুশি। আমাদের এমন একটা জয়ের দরকার ছিল। এরকম একটা জয়ের পর অনুভূতিটা অসাধারণ। এখন আমরা ক্লাসিকোয় নিজেদের মনোযোগ দিতে পারব।

আগামী রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। জিতলে চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে কাতালান ক্লাবটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোট কাটিয়ে আক্রমণের ভাগের দুই খেলোয়াড় রাফিনিয়া ও ফেররান তোরেসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফ্লিক। একই সঙ্গে বড় জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচেও নিয়ে যেতে চান তিনি।

প্রতিটা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের জন্য আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল, এমনকি ফলটাও। আমরা ছয় গোল করেছি যেটা ভালো।

আমি সবসময় ইতিবাচক চিন্তা করি। অবশ্যই আমরা মাদ্রিদে জিততে পারি। আমাদের দারুণ একটা দল আছে। সম্ভবত দুইজন খেলোয়াড় ফিরবে। আজ আমরা বড় একটা জয় পেয়েছি, যা আমাদের আসছে সপ্তাহন্তে আত্মবিশ্বাস যোগাবে। আমাদের বিশ্রামের এবং ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার সময় আছে।

মন্তব্য করুন: