আরও ৩ বছর ইন্টার মায়ামিতে থাকছেন মেসি

২৪ অক্টোবর ২০২৫

আরও ৩ বছর ইন্টার মায়ামিতে থাকছেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। আড়াইবছরের সেই চুক্তি শেষ হতো এই বছর।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড আগেই জানিয়েছিলেন, মায়ামিই হবে তার ক্যারিয়ারের শেষ ক্লাব। তবে আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা তার সম্ভাব্য অবসরের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। ফলে মায়ামিতে তার তিন বছরের নতুন চুক্তিই বলে দিচ্ছে, বয়স ৪০ পেরিয়েও মাঠে দেখা যাবে তাকে।

মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিবৃতিতে ক্লাবটির সহ-মালিক ডেভিড ব্যাকহাম বলেন, “আমাদের লক্ষ্য ছিল সেরা খেলোয়াড়দের ইন্টার মায়ামি এই শহরে নিয়ে আসা এবং সেটাই আমরা করে দেখিয়েছি। সে এখনও আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনও জিততে চায়।

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন মেসি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই ক্লাবের ইতিহাসের প্রথম শিরোপা লিগস কাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

গত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এমএলএসের নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার সাপোর্টার্স শিল্ড জিতে নেয় মায়ামি। এবারও দলটি উঠেছে টুর্নামেন্টের মূল ট্রফির লড়াইয়ের প্লে-অফে।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে গোলদাতাদের তালিকার সবার ওপরে থেকে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফুটবলারদের গোল সংখ্যা ২৪টি করে।

এছাড়া লিগে ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও সবার ওপরে মেসি।

এমএলএসের প্লে-অফের প্রথম রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

মন্তব্য করুন: