এমবাপ্পে-বেলিংহ্যাম নৈপুণ্যে মৌসুমের প্রথম ক্লাসিকো জিতল রিয়াল

২৭ অক্টোবর ২০২৫

এমবাপ্পে-বেলিংহ্যাম নৈপুণ্যে মৌসুমের প্রথম ক্লাসিকো জিতল রিয়াল

উত্তেজনা ছড়ানোর ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের নৈপুণ্যে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল।

ঘটনাবহুল ম্যাচে অফ সাইডের কারণে রিয়ালের একাধিক গোল বাতিল ছাড়াও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। একদম শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ক্লাসিকোর সবকটিতে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল। এবার আলোনসোর কোচিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় পেল তারা।

চোট-অসুস্থতা মিলিয়ে রাফিনিয়া, রবের্ট লেভানডফস্কিসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়কে এদিন পায়নি বার্সেলোনা। এছাড়া নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি কোচ হানসি ফ্লিকও। তবে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল কাতালান ক্লাবটি।

মাত্র ৩২ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য মোট শট নেয় ২৩টি, যার মধ্যে লক্ষ্য রাখতে পারে ১০টি। অন্যদিকে ১৫টি শট নেওয়া বার্সেলোনা লক্ষ্যে রাখে ৬টি।

ম্যাচের প্রথম উত্তেজনা ছড়ায় চতুর্থ মিনিটে। বার্সেলোনার ডি-বক্সের ভেতর শট নেওয়ার সময় লামিনে ইয়ামালের পায়ের সঙ্গে লেগে পড়ে যান ভিনিসুস জুনিয়র। রেফারি তখনই পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিএআররে পর্যালোচনার পর সিদ্ধান্ত বাতিল করেন তিনি ।

দ্বাদশ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান এমবাপ্পে। কিন্তু একটু পরে অফসাইডের সংকেত দেন রেফারি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে।

বেলিংহ্যামের বাড়ানো বল ধরে ২২তম মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ৩৮তম মিনিটে আর্দা গুলেরের ভুলের সুযোগ নিয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান ফের্মিন লোপেস।

বিরতির আগেই অবশ্য আবার এগিয়ে যায় রিয়াল। ৪৩তম মিনিটে গোল করেন বেলিংহ্যাম। চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে গোলের পর আবারও স্কোরশিটে নাম তুললেন এই ইংলিশ মিডফিল্ডার।

এর খানিকবাদে এমবাপ্পে কাছ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।  দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। বক্সে এরিক গার্সিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। এমবাপ্পেরর শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান ভয়চেক স্ট্যান্সনি।

৬৮তম মিনিটে বার্সেলোনার জালে আরেকবার বল পাঠান বেলিংহ্যাম। তবে এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

এরপর ৯ মিনিট যোগ করা সময় বদলি হিসেবে নামা রদ্রিগোর দুটি শট ফিরিয়ে দেন স্ট্যান্সনি। শেষ মিনিটে অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেদ্রি।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মন্তব্য করুন: