পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের নতুন অধ্যায়

৩১ অক্টোবর ২০২৫

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের নতুন অধ্যায়

পর্তুগালের জার্সিতে নতুন অধ্যায় শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়রের। দেশটির অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হয়েছে তার।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় স্বাগতিক দেশের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে বয়সভিত্তিক এই দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন রোনালদো জুনিয়র। ম্যাচটি ২-০ গোলে জেতে পর্তুগাল।

এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন তিনি। গত মে মাসে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন তিনি।

১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র বর্তমানে তার বাবা রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসেরের একাডেমিতে খেলছেন। এর আগে তিনি ইউভেন্তুস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতেও খেলেছিলেন।

তার বাবা এই বছরের শুরুর দিকে ছেলের সঙ্গে খেলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বাস্তবে সেই চাওয়া পূরণ হওয়া কঠিনই বলা চলে রোনালদোর জন্য। অবশ্য ৪০ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে আছেন এই কিংবদন্তি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা সম্প্রতি পেশাদার ক্যারিয়ারে ৯৫০টি গোল পূর্ণ করেছেন।

মন্তব্য করুন: