২ মাস পর লিগে ইয়ামালের গোল, বার্সার সহজ জয়
৩ নভেম্বর ২০২৫
শুরুতেই দলকে এগিয়ে দিলেন লামিনে ইয়ামাল। এরপর স্কোরশিটে নাম তুললেন ফেররান তোরেস ও মার্কাস র্যাশফোর্ড। এতেই সহজ জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।
রোববার লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-১ গোলে হারায় হানসি ফ্লিকের দল। লিগে নিজেদের সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
বল দখলে দু’দলের লড়াইটা সমানে সমান হলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল বার্সেলোনা। ৪৯ শতাংশ সময় বলের দখলে রাখা কাতালান ক্লাবটি গোলের জন্য শট নেয় ১৭টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৬টি। অন্যদিকে ৯টি শট নেওয়া এলচে লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।
ম্যাচের নবম মিনিটে আলেহান্দ্রো বালদের ডি-বক্সে বাড়ানো বলে দুজনের মাঝ দিয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন ইয়ামাল। লিগে দুই মাস পর গোলের দেখা পেলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে লিগে সবশেষ গোল করেছিলেন তিনি। এরপর মাঝে চারটি ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি।
মিনিট তিনেক পর ফের্মিন লোপেসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। বিরতির আগে ব্যবধান কমায় এলচে। ৬১তম মিনিটে লোপেসের ক্রস থেকে ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে ভেতরে ঢুকে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান র্যাশফোর্ড।
৭৪তম মিনিটে এই ইংলিশ ফরোয়ার্ডের বদলি হিসেবে মাঠে নামেন চোট কাটিয়ে ফেরা পোলিশ গোলমেশিন রবের্ট লেভানডফস্কি। এরপর চোট থেকে ফেরা দানি ওলমোকেও মাঠে নামান ফ্লিক।
১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ২৫। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। তিনে নেমে যাওয়া ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩।















মন্তব্য করুন: