গোলের সামনে আরও নিঁখুত র্যাশফোর্ডকে চান বার্সা কোচ
৩ নভেম্বর ২০২৫
মার্কাস র্যাশফোর্ডের গোলে এলচেকে হারিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। তবে ইংলিশ এই ফরোয়ার্ডের আরও গোল করার সুযোগ ছিল বলে মনে করছেন কোচ হানসি ফ্লিক।
রোববার লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও ফেররান তোরেসের প্রথমার্ধের গোলের পর ৬১তম মিনিটে দলের শেষ গোলটি করেন র্যাশফোর্ড। ডানদিক থেকে ফের্মিন লোপেসের ক্রস থেকে ডি-বক্সের ভেতর বল নিয়ে একজনকে কাটিয়ে সংকীর্ণ কোণ থেকে বল জালে জড়ান তিনি।
চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া র্যাশফোর্ড এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ গোল করেছেন।
ম্যাচ শেষে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে ফ্লিক বলেন, “যখন আপনি দেখেন যে সুযোগগুলো সে পেয়েছে, আমি মনে করি আরও এক-দুটি গোল করা তার পক্ষে সম্ভব ছিল, যা তার নিজের জন্যও ভালো। আমি জানি, সে এই স্তরে খেলতে পারে এবং আমি খুশি যে সে সেটা করে দেখাচ্ছে। ভক্তদের জন্য, ক্লাবের জন্য এবং সতীর্থদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”
র্যাশফোর্ড নিজেও স্বীকার করেন, এখনও তার সিদ্ধান্ত নেওয়ার জায়গায় উন্নতির সুযোগ আছে।
“আমি শুধু মাঠে সঠিক কাজগুলো করার চেষ্টা করি। আজও আরও অ্যাসিস্ট বা গোল করতে পারতাম। কখনও কখনও পাস না দিয়ে শট নেওয়া বা শট না নিয়ে পাস দেওয়া ভুল ছিল। তবে এমন দিন আসবেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ আমরা জিতেছি।”
“আমার মনোযোগ কেবল ফলাফলের দিকে নয়। আমি যদি সঠিক কাজগুলো করি, গোল বা অ্যাসিস্ট আসবেই। আমার মূল লক্ষ্য হলো দলের সঙ্গে বোঝাপড়া তৈরি করা এবং স্বচ্ছন্দবোধ করা।”
লা লিগায় ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে।
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে খেলবে ফ্লিকের দল। এরপর রোববার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে মুখোমুখি হবে তারা।















মন্তব্য করুন: