৩ বছর পর ব্রাজিল দলে ফাবিনিয়ো, এবারও জায়গা হয়নি নেইমার

৪ নভেম্বর ২০২৫

৩ বছর পর ব্রাজিল দলে ফাবিনিয়ো, এবারও জায়গা হয়নি নেইমার

নভেম্বরের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে তিন বছর পর জায়গা পেয়েছেন মিডফিল্ডার ফাবিনিয়ো। তবে এবারও দলে ডাক পাননি চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার।

সেনেগাল তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সোমবার ২৬ জনের দল ঘোষণা করেন আনচেলত্তি। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ডিফেন্ডার লুচিয়ানো জুবা।

৩২ বছর বয়সী ফাবিনিয়ো জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ মাঠে নামেন ২০২২ কাতার বিশ্বকাপে। এক সময় লিভারপুল মোনাকোয় খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদের হয়ে খেলেন।

চোট কাটিয়ে গত শনিবার সান্তোসের হয়ে দেড় মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমারকে না নেওয়ার কারণ হিসেবে আনচেলত্তি বলেন, “আমি এখনও নেইমারের সঙ্গে কথা বলিনি। সে কবে সুস্থ হয়ে উঠবে এবং আবার খেলতে পারবে আমরা তা দেখব।

গত মাসে দক্ষিণ কোরিয়া জাপানের বিপক্ষে খেলা দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, বেরালদো ভান্দেরসন, মিডফিল্ডার জোয়েলিন্তন জোয়াও গোমেস এবং ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি ইগোর জেসুস।

চোটের মাঠের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই দেল নেই বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার।

আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেনেগাল তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিল দল:

গোলরক্ষক: এদেরসন, বেন্তো, উগো সৌজা।

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, লুচিয়ানো জুবা, মার্কিনিয়োস, পাওলো হেনরিকে, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এস্তেভোও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস হেনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসুরস জুনিয়র, ভিতোর রকে।

মন্তব্য করুন: