বিশ্ব শান্তির জন্য পুরস্কার দেবে ফিফা
৬ নভেম্বর ২০২৫
এখন থেকে প্রতি বছর শান্তিতে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ ভূমিকা রাখা ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে।
বুধবার ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ নামে নতুন বার্ষিক পুরস্কার চালুর কথা জানায় ফিফা।
এ বিষয়ে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ক্রমবর্ধমান অশান্ত ও বিভক্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা সংঘাত বন্ধে কাজ করছে এবং মানুষকে একত্রিত করছে তাদেরকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি।”
“ফুটবল শান্তির প্রতীক। পুরো বিশ্বের ফুটবল সম্প্রদায়ের তরফ থেকে ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ সেই সব মানুষদের সম্মান জানাবে, যারা মানুষকে এক করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বার্তা ছড়িয়েছে।”
আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। গত আগস্টে এই দিনক্ষণ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে ইনফান্তিনো বলেছিলেন, “আমরা বিশ্বকে এক করছি, মি. প্রেসিডেন্ট। এখানে আমেরিকায় আমরা বিশ্বকে এক করছি এবং এতে আমরা অত্যন্ত গর্বিত।”
এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো, যা নিয়ে পরবর্তীতে নোবেল কমিটির সমালোচনা করেছিল হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। টুর্নমেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, যেখানে ১৬টি শহরে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: