ছন্দে ফেরা ইয়ামালকে চোট নিয়ে সতর্কবার্তা বার্সা কোচের

৬ নভেম্বর ২০২৫

ছন্দে ফেরা ইয়ামালকে চোট নিয়ে সতর্কবার্তা বার্সা কোচের

লামিনে ইয়ামালের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। এই বিস্ময়বালক ছন্দে ফেরায় খুশি কোচ হানসি ফ্লিক। তবে কুঁচকির চোট নিয়ে দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার বেলজিয়ামের দলটির মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচে তিন বার পিছিয়ে পড়েও কাতালান ক্লাবটি প্রতিবারই সমতায় ফেরে, যার মধ্যে দুটি গোলে অবদান আছে ইয়ামালের।

দানি ওলমোর কাছ থেকে ডি-বক্সের বাইরে থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফের্মিন লোপেসকে পাস দিয়ে দৌড়ে বক্সের ভেতর চলে চান ইয়ামাল। এরপর লোপেসের ব্যাকহিল পাস ধরে কাছ থেকে ৬১তম মিনিট বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন তিনি। ৭৭তম মিনিটে তার শট প্রতিপক্ষের এক ফুটবলারের মাথায় লেগে জালে জড়ালে আবার সমতায় ফেরে বার্সেলোনা।

গত কয়েক সপ্তাহ ধরে কুঁচকির সমস্যায় ভোগা ইয়ামাল গত আগস্টের পর রোববার লা লিগায় প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছিলেন। সেই ধারাবাহিকতা বেলজিয়ামেও ধরে রাখলেন তিনি।

ম্যাচ শেষে ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে ফ্লিক ম্যাচ বলেন, “আমি খুশি ইয়ামাল আবার এই অবস্থানে ফিরেছে। তবে কাল কী হবে বা আগামী রোববার কী হবে, আমরা জানি না। সবচেয়ে জরুরি হলো, সে যেন নিজের শারীরিক অবস্থা ঠিকভাবে সামলায়, কারণ এটা সহজ নয়।

ওকে এখন অনুশীলন, চিকিৎসা – সব কিছুতেই খুব মনোযোগী থাকতে হবে। আশা করি, ব্যথাটা শিগগিরই পুরোপুরি চলে যাবে।

নিজের চোট নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে ইয়ামাল বলেন, “আমার কুঁচকির চোট নিয়ে অনেক কিছু বলা হয়েছে যে, আমি নাকি মনমরা। তবে এগুলোর সবই মিথ্যা। আমি সবসময়ই খুশি ছিলাম, মনোযোগী ছিলাম নিজের কাজে, অনুশীলনে ফিরতে এবং এই পর্যায়ে খেলতে, যেখানে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই।

তার দ্বিতীয় গোলটির সঙ্গে লিওনেল মেসির তুলনা করার প্রসঙ্গে ইয়ামাল বলেন, “মেসি এমন হাজারটা গোল করেছে। আমাকে আমার নিজের পথ তৈরি করতে হবে। আশা করি, এমন আরও অনেক গোল করব।

মন্তব্য করুন: