ইংল্যান্ড দলে ফিরলেন বেলিংহ্যাম ও ফোডেন
৭ নভেম্বর ২০২৫
আগামী সপ্তাহে সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনকে ইংল্যান্ড দলে ফিরিয়েছেন কোচ টমাস টুখেল।
শুক্রবার ঘোষনা করা ২৪ সদস্যের দলে এবারও জায়গা হয়নি রিয়াল রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড এবং ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে খেলতে যাওয়া মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের।
চোট থেকে ফেরার পর রিয়ালের হয়ে ম্যাচ খেললেও অক্টোবরের ম্যাচগুলোর জন্য ইংল্যান্ড দলে জায়গা পাননি বেলিংহ্যাম। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার কাঁধের অস্ত্রোপচারের পর গত সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন। রিয়ালের হয়ে সবশেষ দুই ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
অন্যদিকে সিটির প্লেমেকার ফোডেন ইংল্যান্ডের সবশেষ তিনটি দলে ছিলেন না। গত মার্চে লাটভিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে তার সবশেষ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করে সিটির বড় জয়ে অবদান রাখেন তিনি।
অক্টোবরে লাটভিয়াকে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। আগামী ১৩ নভেম্বর ঘরের মাঠে সার্বিয়াকে আতিথ্য দেবে তারা। এর তিন দিন পর আলবেনিয়ার মাঠে খেলবে ‘কে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৯৬৬ বিশ্বকাপ জয়ীরা।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ হবে ইংল্যান্ডের শেষ প্রতিযোগিতামূলক লড়াই।















মন্তব্য করুন: