আর্মেনিয়ার জালে ৯ গোল দিয়ে বিশ্বকাপে পর্তুগাল
১৭ নভেম্বর ২০২৫
দলের সবচেয়ে বড় তারকার ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও নেভেসের হ্যাটট্রিকে আর্মেনিয়াকে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে পর্তুগাল।
রোববার পোর্তোয় ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।
ম্যাচের ৭৫ শতাংশ সময় বল দখলে রাখা স্বাগতিকরা গোলের জন্য শট নেয় ৩৪টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ১৫টি। অন্যদিকে আমের্নিয়ার চার শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে মাঠের বাইরে ছিলেন রোনালদো। তাকে ছাড়াই সপ্তম মিনিটে রেনাতো ভেইগার গোলে এগিয়ে যায় পর্তুগাল। ১৮তম মিনিটে সমতায় ফেরে আর্মেনিয়া।
১০ মিনিট পর গনসালো রামোসের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর চলতে থাকে নেভেস ও ফের্নান্দেসের গোল উৎসব। প্রথমার্ধে নিজের প্রথম দুটি গোল করেন পিএসজি মিডফিল্ডার নেভেস। যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন ফের্নান্দেস। বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।
৮১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেসও। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের শেষ গোলটি করেন ফ্রান্সিসকো কনসেইকাও।
ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপে উঠল পর্তুগাল।
গ্রুপের অন্য ম্যাচে ট্রয় প্যারোটের হ্যাটট্রিকে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে রানার্স-আপ হয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ড। অন্তিম মুহূর্তের গোলে স্বাগতিক হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।
৮০ মিনিট পর্যন্তত ২-১ গোলে পিছিয়ে থাকা আইরিশদের সমতায় ফেরান প্যারোট। এরপর যোগ করা সময়ের শেষ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলকে দুর্দান্ত জয় এনে দেন এই ফরোয়ার্ড।
ছয় ম্যাচে তিন জয়ে আয়ারল্যান্ডের পয়েন্ট ১০।















মন্তব্য করুন: