ইউরোপ থেকে বিশ্বকাপে যারা, অপেক্ষায় যারা
১৯ নভেম্বর ২০২৫
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিন মূলপর্বের টিকিট পেয়েছে আরও পাঁচটি দল। এর মধ্যে দিয়ে এই অঞ্চল থেকে মূলপর্বের ১৬ দলের মধ্যে ১২টি দল নির্ধারণ হয়ে গেছে।
মঙ্গলবার বাছাইপর্বের শেষ রাউন্ডে মূলপর্বে পা রাখে স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড।
সেভিয়ায় ‘ই’ গ্রুপের ম্যাচে তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করে মূলপর্বে পা রাখে স্পেন। মূলপর্বে আগেই এক পা দিয়ে রাখা ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা পুরো বাছাইপর্বে এই ম্যাচেই প্রথমবারের মতো গোল হজম করে।
‘জে’ গ্রুপের ম্যাচে লিখটেস্টাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বেলজিয়াম।
ঘরের মাঠে ‘সি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে পা রাখে স্কটল্যান্ড। যোগ করা সময়ে শেষ দুই গোল করে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় তারা। ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে ডেনমার্ক।
মূলপর্ব নিশ্চিত করতে কেবল ড্র করলেই হতো সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার। ‘বি’ গ্রুপে কসোভোর সঙ্গে ১-১ গোলে সুইজারল্যান্ড এবং ‘এইচ’ গ্রুপে বসনিয়ার সঙ্গে ১-১ গোলে অস্ট্রিয়া ম্যাচ ড্র করে।
এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, নরওয়ে, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। মূলপর্বে পা রাখা ১২ দলের মধ্যে কেবল নরওয়ে ও ইংল্যান্ড নিজেদের খেলা সব ম্যাচেই জিতেছে। একমাত্র দল হিসেবে পুরো বাছাইপর্বে একটি গোলও হজম করেনি ইংলিশরা। হ্যারি কেইন-ফিল ফোডেনরা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ২২টি।
সরাসরি মূলপর্ব নিশ্চিত করতে ব্যর্থ হওয়া দলগুলোর মধ্যে বড় নাম ইতালি। গত দুই বিশ্বকাপে খেলতে না পারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে এবারও খেলতে হবে প্লে-অফে। আগের দুই প্লে-অফে হেরে মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া করেছিল তারা।
আগামী বছর মার্চে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফে খেলবে ১৬টি দল। যেখানে থাকবে বাছাইপর্বের ১২টি গ্রুপের রানার্স-আপ এবং উয়েফা নেশন্স লিগের গ্রুপপর্বের সেরা চারটি দল যারা বাছাইপর্বের সেরা দুইয়ে নেই।
এই ১৬টি দল নিয়ে দুই রাউন্ডের নক আউট ম্যাচ হবে। প্রথম নক আউট (সেমি-ফাইনাল) ও দ্বিতীয় নক আউট (ফাইনাল) রাউন্ড শেষে বিজয়ী চারটি দল পাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের টিকিট।
মূলপর্বের নিশ্চিত করা ১২ দল:
জার্মানি, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নরওয়ে, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
প্লে-অফের ১৬টি দল:
ইতালি, ডেনমার্ক, তুরস্ক, ইউক্রেন, পোল্যান্ড, ওয়েলস, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, আলবেনিয়া, আয়ারল্যান্ড, বসনিয়া এন্ড হারজেগোভিনা, কসোভো, রোমানিয়া, সুইডেন, উত্তর মেসেডোনিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড।















মন্তব্য করুন: