নিজেকে প্রমাণে নেইমারকে ৬ মাস সময় দিলেন আনচেলত্তি

১৯ নভেম্বর ২০২৫

নিজেকে প্রমাণে নেইমারকে ৬ মাস সময় দিলেন আনচেলত্তি

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। কিন্তু দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ হয়নি নেইমারের। আগামী বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে নিজের ফিটনেস প্রমাণ করতে ছয় মাস সময় বেধে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

চোট ও ফিটনেস ইস্যুতে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। গত মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় আনচেলত্তি জানিয়েছেন, তার বিশ্বকাপ পরিকল্পনায় আছেন এই তারকা ফরোয়ার্ড। এবার তাকে সময়ও বেধে দিলেন তিনি। 

গত সোমবার এক সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, “আমি ভেবেছিলাম নেইমার শুধু ব্রাজিলের একটি বিষয়। কিন্তু আমি দেখছি এটা একটি বিশ্বব্যাপী বিষয়। সৌভাগ্যক্রমে, সে তার চোট থেকে সেরে উঠেছে। এখন খেলতে তার ছয় মাস সময় আছে।

নেইমার সেই খেলোয়াড়দের তালিকায় আছে যারা বিশ্বকাপে থাকতে পারে। এখন তার কাছে ছয় মাস আছে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়ার জন্য। আমাদের তাকে এবং অন্য খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে হবে যেন চূড়ান্ত বাছাইয়ে কোনো ভুল না হয়।

৩৩ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে সবশেষ ম্যাচে হাঁটুর মারাত্মক চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। নিজেকে ফিরে পেতে চলতি বছর জানুয়ারিতে ফিরে আসেন তার শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু পেশির চোটের কারণে এখানেও নিয়মিত খেলতে পারছেন না তিনি। ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচে গোল করেছেন কেবল তিনটি। সান্তোসও অবনমন এড়ানোর লড়াইয়ে আছে।

আনচেলোত্তির বিশ্বাস, জাতীয় দলে ফিরতে নেইমারের এখনও সময় আছে।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হবে ৭ ডিসেম্বর। এরপর সে ছুটি নিতে পারে। কিন্তু তারপর আবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ থাকবে তার মান এবং অবশ্যই তার শারীরিক অবস্থা দেখানোর জন্য।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add