চ্যাম্পিয়নস লিগে একই রাতে বার্সা-ম্যানসিটির হার

২৬ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগে একই রাতে বার্সা-ম্যানসিটির হার

চ্যাম্পিয়নস লিগে পঞ্চম রাউন্ডে চেলসির কাছে হেরে গেছে বার্সেলোনা। অন্যদিকে ঘরের মাঠে বায়ার লেভারকুজেনের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ১০ জনের বার্সেলোনাকে - গোলে হারায় ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। এছাড়া আরও তিনবার হানসি ফ্লিকের দলের জালে বল জালে জড়ালেও অফসাইড হ্যান্ডবলের কারণে গোল পায়নি স্বাগতিকরা।

চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত চেলসি। আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস বল জালে জড়ালেও তার আগে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার হাতে বল লাগায় হ্যান্ডবল ধরেন রেফারি।

২২তম মিনিটে আবারও বল জালে পাঠান ফের্নান্দেস। তবে এবার গোল হয়নি অফসাইডের কারণ। অবশেষে ২৭তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। পেদ্রো নেতোর শট গোললাইন থেকে আটকে দেন ফেররান তোরেস। কিন্তু ডিফেন্ডার জুলস কুন্দের পায়ে তা জলে জড়ায়।

৪৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা অধিনায়ক ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। বিরতির পর পঞ্চম মিনিটে আরেকবার বল জালে পাঠিয়ে অফসাইডের কারণে গোল পায়নি চেলসি। তবে ৫৫তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। ৭৩তম মিনিটে ফের্নান্দেসের সহায়তায় দলের তৃতীয় গোলটি করে বার্সেলোনার জয়ের আশা শেষ করে দেন লিয়াম ডেলাপ।

প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে।

২৩তম মিনিটে লেভারকুজেনকে এগিয়ে দেন গ্রিমালদোঅন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলেও লেভারকুজেনের কাছে - গোলে হারে ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাবটির হয়ে দুই অর্ধে গোল দুটি করেন আলেহান্দ্রো গ্রিমালদো পাত্রিক শিক।

৫৪ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের জন্য নেওয়া ১৮ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে আটটি। অন্যদিকে কেবল চারটি শট নেওয়া লেভারকুজেনের লক্ষ্যে থেকে দুটি।

গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মা এবং আক্রমণ ভাগের আর্লিং হলান্দ, ফিল ফোডেন জেরেমি ডোকুদের ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিলেন গুয়ার্দিওলা। বিরতির পর একে একে ফোডেন, ডোকু হলান্দ মাঠে নামলেও সিটির ভাগ্য ফেরাতে পারেননি।

২৩তম মিনিটে প্রথম ভালো সুযোগ থেকে লেভারকুজেনকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার গ্রিমালদো। বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শিক।

হলান্দ-ফোডেনরা মাঠে নেমে একাধিক সুযোগ পেলেও লেভারকুজেনের রক্ষণ ভেদ করতে পারেনি সিটি।

পাঁচ ম‍্যাচে প্রথম হারের পর ১০ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে আছে সিটি। পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে লেভারকুজেন।

চার ম‍্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ইন্টার মিলান।

মন্তব্য করুন: