আবারও অ্যানফিল্ডে হারল লিভারপুল, বায়ার্নকে প্রথম হারের স্বাদ দিল আর্সেনাল
২৭ নভেম্বর ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার চ্যাম্পিয়নস লিগেও অ্যানফিল্ডে হেরেছে লিভারপুল। ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের কাছে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে তারা। অন্যদিকে সব আসর মিলিয়ে চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখকে প্রথম হারের স্বাদ দিয়েছে আর্সেনাল।
চ্যাম্পিয়নস লিগে পঞ্চম রাউন্ডের ম্যাচে বুধবার অ্যানফিল্ডে আইন্দহোফেনের কাছে ৪-১ গোলে হারে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হারের মুখ দেখল আর্নে স্লটের দল।
ঘরের মাঠে গত শনিবার লিগ ম্যাচে সে সময় অবনমন অঞ্চলে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হারা লিভারপুল এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে বসে। পেনাল্টি থেকে সফরকারীদের এগিয়ে দেন ইভান পেরিসিস।
১৬তম মিনিটে কোডি গাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে স্বাগতিকদের সমতায় ফেরান দমিনিক সোবোসলাই। তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা অলরেডরা এরপর আর কোনো গোলের দেখা পায়নি।
৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার এগিয়ে যায় আইন্দহোফেন। ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে বাকি দুই গোল করেন সোহেইব দ্রিউয়েশ।
৫৮ শতাংশ সময় বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য নেওয়া ২৪ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে আটটি। অন্যদিকে ৯ শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রাখে আইন্দহোফেন।
আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া স্লটের দল ৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৩ নম্বরে।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে বায়ার্নকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে আর্সেনাল। চলতি আসরের একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে মিকেল আর্তেতার দল।
২২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ইউরিয়েন টিম্বার। দশ মিনিট পর বায়ার্নকে সমতায় ফেরান লেনার্ট কার্ল। চলতি চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের এটিই প্রথম কোনো গোল।
৬৯তম মিনিটে ননি মাদুয়েকের গোলে আবার এগিয়ে যায় আর্সেনাল। ৭৭তম মিনিটে মানুয়েল নয়ারের ভুলে তৃতীয় গোল হজম করে বায়ার্ন। আর্সেনালের বক্সের কাছে বল থাকায় প্রায় মাঝমাঠে উঠে গিয়েছিলেন জার্মান গোলরক্ষক। তার পাশ দিয়ে বল নিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।
আরেক ম্যাচে ঘরের মাঠে ভিতিনিয়ার হ্যাটট্রিকে টটনাম হটস্পারকে ৫-৩ গোলে হারায় আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্য ম্যাচে আগের আসরের রানার্স-আপ ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ।
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। চারটি করে জয়ে পরের চারটি স্থানে যথাক্রমে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার, ও রিয়াল মাদ্রিদ।















মন্তব্য করুন: