প্রিমিয়ার লিগে দ্রুততম শত গোলের রেকর্ড হলান্দের
৩ ডিসেম্বর ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে একশ গোল করার রেকর্ডটি হওয়ারই ছিল আর্লিং হলান্দের। কিন্তু গত দুই ম্যাচে এই নরওয়েজিয়ান গোল মেশিন গোলের দেখা না পাওয়ায় বাড়ছিল অপেক্ষা। তবে ফুলহ্যামের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যালেন শিয়েরারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
মঙ্গলবার ফুলহ্যামের মাঠে রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিকদের ৫-৪ গোলে হারায় সিটি।
ম্যাচের ১৭তম মিনিটে দলের প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান হলান্দ। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০০ গোল করতে তিনি খেলেছেন ১১১ ম্যাচ। আগের দ্রুততম শত গোলের রেকর্ড গড়া ইংলিশ ফরোয়ার্ড শিয়েরার খেলেছিলেন ১২৪ ম্যাচ।
গত দুই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষেও এই রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ ছিল হলান্দের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এদিন জেরেমি ডেকুর পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়ে লিগে নিজের শততম গোলটি করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে হলান্দ বলেন, “আমি এই কথাগুলো বলতে চাই না কিন্তু যখন আপনি ম্যানচেস্টার সিটির একজন স্ট্রাইকার আপনাকে অনেক ভালো করতে হবে এবং এটাই আমার কাজ।”
“এটা অনেক বড় এবং আমি সত্যিই গর্বিত। অবশ্যই এটা অনেক বড় একটা জিনিস। শত গোলের ক্লাবে থাকতে পেরে ভালো লাগছে।”
২০২২ সালের জুলাইয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৪ ম্যাচে এরই মধ্যে ১৪৩ গোল করেছেন হলান্দ। প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই লিগে রেকর্ড ৩৬টি গোল করেন তিনি। পরের মৌসুমে ২৭ গোল করে টানা দ্বিতীয়বারের মতো জেতেন গোল্ডেন বুট। গত মৌসুমে ২২ গোল করে ছিলেন তালিকার তৃতীয় স্থানে। এবার আবারও ছুটছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। ১৪ ম্যাচে এই নিয়ে তার গোল হলো ১৫টি।
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও শিয়েরারের। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্ল্যাকবার্ন ও নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ২৬০ গোল করে তালিকার সবার ওপরে আছেন এই ইংলিশ গ্রেট।















মন্তব্য করুন: