‘আতলেতিকোকে হারিয়ে নিজেদের সেরা রূপে ফিরছে বার্সা’

৩ ডিসেম্বর ২০২৫

‘আতলেতিকোকে হারিয়ে নিজেদের সেরা রূপে ফিরছে বার্সা’

শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাড়িয়ে আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর বার্সেলোনা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, নিজেদের সেরা রূপে ফিরছে বার্সেলোনা।

লা লিগায় মঙ্গলবার কাম্প নউয়ে আতলেতিকোকে - হারায় বার্সেলোনা।

১৯তম মিনিটে আতলেতিকোকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। ২৬তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে এগিয়ে দেন দানি ওলমো। আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফেররান তোরেস।

বার্সেলোনার জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। কিন্তু ৩৬তম মিনিটে পাওয়া পেনাল্টি অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন রবের্ট লেভানডফস্কি।

পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলা বার্সেলোনা ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৮, যার মধ্যে লক্ষ্যে থাকে ৬টি। অন্যদিকে ৭টি শট নেওয়া আতলেতিকো লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।

ম্যাচ শেষে সাংবাদিকদের রাফিনিয়া বলেন, “আমার মনে হয়, প্রতি ম্যাচেই আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। আমরা জানতাম লা লিগায় আজ এটা বড় ম্যাচ ছিল। এই ধরনের জয় শিরোপা দৌড় নির্ধারণ করে দিতে পারে। আমরা যদি ম্যাচের পর ম্যাচ পয়েন্ট তুলে নিতে পারি, তাহলে সবকিছু ভালো দেখাবে।

গত অক্টোবরে রিয়ালের কাছে হারের পর লিগে টানা পাঁচ জয় তুলে নেওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ফ্লিক। রাফিনিয়ার পারফরম্যান্সে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।

রাফা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে যখন মাঠে থাকে তখন ম্যাচের গতি ক্ষিপ্রতা বাড়িয়ে দেয়। এর প্রভাব সবার মধ্যেই পড়ে। এটা আপনি মাঠেই দেখতে পাবেন। আজ সে যে ইতিবাচক জিনিসগুলো আমাদের দিয়েছে তা দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ ছিল।

দল হিসেবে আমি মনে করি, আজকের ম্যাচটি মৌসুমের অন্যতম সেরা ছিল। ৯০ মিনিটে আমি যা দেখেছি তার প্রশংসা করি। তিন পয়েন্টও গুরুত্বপূর্ণ। এটা পরবর্তী ধাপের পদক্ষেপ ছিল। আমরা আমাদের সেরা অবস্থানে ফিরছি। আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই আমরা বাড়িয়েছি এবং এটা দেখতে খুবই ভালো লাগছে।

১৫ ম্যাচে ১২ জয় এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে আতলেতিকো। তিনে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৩২।

মন্তব্য করুন: