সহজ গ্রুপেই ব্রাজিল-আর্জেন্টিনা, মুখোমুখি এমবাপ্পে-হলান্দ
৬ ডিসেম্বর ২০২৫
দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, স্কটল্যান্ড আর হাইতি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানের বিপক্ষে।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে বিশ্বসেরার মঞ্চে।
এবারের বিশ্বকাপে দল বেড়ে ৪৮টি হওয়ায় গ্রুপ পর্বে সত্যিকার অর্থে তেমন কঠিন লড়াইয়ে হয়তো পড়তে হবে না কোনো দলকে। ১২ গ্রুপের প্রথম দুটি করে দল তো নকআউট পর্বে উঠবেই, এছাড়া গ্রুপগুলোর তৃতীয় হওয়া সেরা আটটি দলও সঙ্গী হবে তাদের।
ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপের সব দল নির্ধারিত হয়ে আছে। ইউরোপিয়ান প্লে-অফ থেকে জয়ী কোনো দল এখানে আসছে না। ফলে অপেক্ষাকৃত সহজ বলা যায় তাদের গ্রুপকে।
তবে গ্রুপ পর্বে জমজমাট লড়াই হতে পারে ‘আই’ গ্রুপে। সেখানে একসঙ্গে আছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, আর্লিং হলান্দের নরওয়ে আর আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। সঙ্গে থাকবে ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
স্বাগতিক হিসেবে ১ নম্বর পটে থাকায় স্বভাবতই অপেক্ষাকৃত সহজ গ্রুপ পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
৪৮টি দলের মধ্যে ৬টি দল এখনও চূড়ান্ত হয়নি। নামগুলো জানা যাবে আগামী মার্চের প্লে-অফ শেষে। যেখানে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে লড়াইয়ে আছে ইতালি, বসনিয়া ও হার্জেগোভিনা, তুরস্ক, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, চেক রিপাবলিক, ডিআর কঙ্গো আর ইরাকসহ ২২টি দল।
আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। এরপর সেরা ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৯ জুলাই।
বিশ্বকাপের ১২টি গ্রুপ:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দ্য ভোয়া, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
প্লে-অফ থেকে আসবে যারা:
ইউরোপিয়ান প্লে-অফ এ: ইতালি, ওয়েলস, বসনিয়া ও হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ বি: ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন
ইউরোপিয়ান প্লে-অফ সি: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া
ইউরোপিয়ান প্লে-অফ ডি: ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া
ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া
ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম















মন্তব্য করুন: