নিজেদের গ্রুপকে বেশ কঠিন মনে করছেন ব্রাজিল কোচ

৬ ডিসেম্বর ২০২৫

নিজেদের গ্রুপকে বেশ কঠিন মনে করছেন ব্রাজিল কোচ

২০০২ সালের আসরে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জয়ের পর সোনালী ট্রফিতে আর হাত দিতে পারেনি ব্রাজিল। এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে গ্রুপপর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে তারা। তবে তা মানতে নারাজ কার্লো আনচেলত্তি। সেলেসাওদের কোচের মতে, বেশ কঠিন গ্রুপেই পড়েছে তারা।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ড্রয়েসিগ্রুপে পড়েছে ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়েছে মরক্কো, স্কটল্যান্ড হাইতিকে।

শিরোপা খরা কাটানোর অভিযানে ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মরক্কো। ফিফা ্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা দলটি প্রথম আফ্রিকান দেশ হিসেবে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল। তাদের বিপক্ষে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ্যাঙ্কিংয়ের পাঁচে থাকা ব্রাজিল।

২০২৩ সালে মরক্কোর বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে - গোলে হেরেছিল তারা। দুদলের প্রথম দেখায় ১৯৯৮ বিশ্বকাপে - গোলে জিতেছিল ব্রাজিল।

্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে থাকা স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ২৮ বছর পর। অন্যদিকে ্যাঙ্কিংয়ের ৮৪ নম্বরে থাকা হাইতি এর আগে বিশ্বকাপে খেলেছিল কেবল একবারই, সেটিও ১৯৭৪ সালে।

সব মিলিয়ে শক্তির বিচারেসিগ্রুপ থেকে সহজেই নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আছে ব্রাজিলের। তবে ড্রয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রুপ নিয়ে আনচেলত্তি বলেন, “এটা বেশ কঠিন একটা গ্রুপ। মরক্কো বেশ শক্তিশালী, স্কটল্যান্ডও তাই। গত বিশ্বকাপে মরক্কো বেশ ভালো করেছিল। তারা বেশ ভালো পারফর্মও করছে।

স্কটল্যান্ড ইউরোপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জিতেই বিশ্বকাপে এসেছে। খুব দৃঢ় একটা দল, শারীরিকভাবে বেশ শক্তিশালী। আমাদের এই গ্রুপ নিয়ে সতর্ক থাকতে হবে। তবে আমি আমাদের জাতীয় দলের মান নিয়ে আত্মবিশ্বাসী।

এই গ্রুপে স্কটিশদের বিপক্ষে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ খেলেছে ব্রাজিল, যার চারটিই বিশ্বকাপে। ১৯৯৮ সালের আসরে ২-১ গোলে জিতেছিল সেলেসাওরা। আর ২০১১ সালে দু’দলের সবশেষ দেখায় ২-০ গোলে জিতেছিল তারা।

গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ হাইতির বিপক্ষে এখন পর্যন্ত একবারই মাঠে নেমেছে ব্রাজিল। ২০১৬ কোপা আমেরিকায় ক্যারিবিয়ান অঞ্চলের দলটিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন: