বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিল আর্জেন্টিনা

৬ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিল আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযানে অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি লিওনেল মেসি। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলার বিষয়ে আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকার যে কোনো সিদ্ধান্তকে বর্তমান চ্যাম্পিয়নরা সমর্থন জানাবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

২০২৬ বিশ্বকাপের ড্রয়ে ‘জে গ্রুপে জায়গা পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গ্রুপ নির্ধারণের অনুষ্ঠান শুরুর আগে বিশ্বকাপে মেসির খেলার প্রসঙ্গে সাংবাদিকদের স্কালোনি জানান, এখনও মেসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।

সিদ্ধান্ত সে নিজেই নেবে। আর সে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাকেই সমর্থন করব। মোটের ওপর সবকিছু ভালোই চলছে, তবে ছয় মাস অনেক সময়। এখনও সময় আছে। আমরা আশা করি সে সম্পূর্ণ ভালো থাকবে এবং নিজের জন্য ও জাতীয় দলের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবে।

গত বৃহস্পতিবার ইন্টার মায়ামির অধিনায়ক মেসি জানান, বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।

মন্তব্য করুন: