আর্জেন্টিনার কোচের কাছে ক্ষমা চাইল ফিফা

৭ ডিসেম্বর ২০২৫

আর্জেন্টিনার কোচের কাছে ক্ষমা চাইল ফিফা

বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ হয়েও ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে মঞ্চে সোনালী ট্রফি গ্লাভস হাতে ধরতে হয়েছিল লিওনেল স্কালোনিকে। ঘটনায় পরে আর্জেন্টিনার কোচের কাছে ক্ষমা চেয়েছে ফিফা।

গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে হাতে সাদা গ্লাভস পরে সোনালী ট্রফি নিয়ে মঞ্চে উপস্থিত হতে হয় স্কালোনিকে। ধারণা করা হচ্ছে, আয়োজকরা বিশ্বকাপ জয়ী কোচকে চিনতে না পারায় এটি হয়েছে।

এই ঘটনায় তখন বিস্মিত হওয়া স্কালোনি জানান, তাকে কর্মকর্তারা চিনতে পারেননি।

তবে শনিবার বিশ্বকাপের সূচি নিশ্চিত করার অনুষ্ঠানে এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঞ্চে স্কালোনিকে ডেকে তার হাতে বিশ্বকাপের শিরোপা তুলে দিয়ে তিনি বলেন, “আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমি জানতাম না। অবশ্যই, বিশ্ব চ্যাম্পিয়নরা শিরোপা স্পর্শ করতে পারে। আমি ক্ষমা চাইছি, আমি জানতাম না।"

এরপর ফিফা সভাপতি হেসে বলেন, “কী সাংঘাতিক! আসলে আপনি যখন বিশ্ব চ্যাম্পিয়ন, তখন আপনাকে প্রতিদিন আরও কম বয়সী দেখায়।

আগামী ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।জে গ্রুপে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া (২২ জুন) জর্ডান (২৭ জুন)

মন্তব্য করুন: