সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়ে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার
৮ ডিসেম্বর ২০২৫
টানা তিন ম্যাচে হাঁটুর চোট নিয়ে খেলে দুর্দান্ত পারফরম্যান্সে সান্তোসকে অবনমন হওয়া থেকে থেকে বাঁচিয়ে এবার অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার। ফলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলিয়ান এই তারকার খেলা নিয়ে আরও সংশয় সৃষ্টি হয়েছে।
সোমবার ব্রাজিলিয়ান সেরি আতে মৌসুমের শেষ ম্যাচে তালিকার তিন নম্বরে থাকা ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে থেকে আসর শেষ করে সান্তোস।
তিন ম্যাচ আগেও অবনমনের শঙ্কা ছিল সান্তোস। সে সময়ই আসে নেইমারকে নিয়ে দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে চলতি বছর আর মাঠে নামতে পারবেন না তিনি। কিন্তু দলকে অবনমনের হাত থেকে বাঁচাতে চোট নিয়েই খেলা চালিয়ে যান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত ম্যাচে করেছেন হ্যাটট্রিকও।
সৌদি ক্লাব আল-হিলালে চোট জর্জরিত অধ্যায় শেষে নিজেকে খুঁজে পাওয়ার আশায় গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু এখানেও তার পিছু ছাড়েনি চোট। মৌসুমের ৩৮ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন কেবল ২০টিতে। গোল করেছেন ৮টি।
মৌসুমের শেষটা দারুণভাবে করার পর নেইমার বলেন, “আমি এখানে এসেছিলাম এটার জন্যই, দলকে সম্ভাব্য সেরা উপায়ে সহায়তা করতে। আমার জন্য সপ্তাহগুলো খুব কঠিন ছিল।”
“আমাকে উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন যারা, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা না থাকলে এমন চোট নিয়ে, হাঁটুর এত সমস্যা নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন, এরপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।”
হাঁটুর চোটের ধরন বা কোন ধরনের অস্ত্রোপচার হবে, এসব বিষয়ে বিস্তারিত জানাননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।
তবে বিশ্বকাপের ছয় মাস আগে হাঁটুর অস্ত্রোপচার বড় ধাক্কা হতে পারে তার জন্য। গত মে মাসে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর বেশ কবারই বলেছেন, কেবল পুরো ফিট হলেই বিশ্বকাপ দলে জায়গা পাবেন নেইমার।
আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।















মন্তব্য করুন: