‘নিজ কৃতকর্মের কারণেই সালাহ লিভারপুল দল থেকে বাদ পড়েছে’
৯ ডিসেম্বর ২০২৫
ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য ঘোষণা করা লিভারপুলের দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার ক্লাব দীর্ঘদিনের সতীর্থ গোলরক্ষক আলিসন বেকার জানিয়েছেন, ক্লাব নিয়ে সালাহর সাম্প্রতিক প্রতিক্রিয়ার কারণেই তিনি দলে নেই।
মঙ্গলবার ইন্টারের মাঠে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে থাকা লিভারপুল।
গত শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের পর এক বিস্ফোরক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী সালাহ অভিযোগ করেন, লিভারপুলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য ক্লাব তাকে বলির পাঁঠা বানাচ্ছে। কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক। এরপরই ইন্টারের বিপক্ষে ম্যাচের ১৯ সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়নি।
সোমবার সাংবাদিকদের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বলেন, “সালাহর অনুপলব্ধি কেবল তার কৃতকর্মেরই ফল এবং সে এটা বোঝার জন্য যথেষ্ট বুদ্ধিমান। আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলিনি।”
“আমরা ভালো মুহূর্ত, আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি, যা একটি বন্ধন তৈরি করে। আমাদের নিজেদের মধ্যে আলোচনা হবে। তবে সেটা ব্যক্তিগত।”
গত এপ্রিল লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানো এই মিশরীয় তারকা অ্যানফিল্ডে আট বছরের ক্যারিয়ারে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোল করে ক্লাবটির কিংবদন্তিতে পরিণত হয়েছেন।
তবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি ম্যাচে খেলা সালাহর গোল সংখ্যা মাত্র পাঁচটি। গত ১ নভেম্বর থেকে দলের হয়ে কোনো গোলও করতে পারেননি। সব মিলিয়ে লিভারপুলের হয়ে সবশেষ তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান তিনি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও লিডসের বিপক্ষে ম্যাচে মাঠেই নামানো হয়নি তাকে। মাঝে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি।
ইন্টারের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ আর্নে স্লট জানান, সালাহ ক্লাবের হয়ে তার শেষ ম্যাচ খেলেছেন কিনা, তা নিয়ে তার কোনো ধারণা নেই। তবে আলিসন মিশরীয় ফরোয়ার্ডের ফিরে আসার ব্যাপারে আশাবাদী।
“আমি আশা করি সে ক্লাবের হয়ে আবার খেলবে। এটা সালাহ এবং ক্লাবের মধ্যে একটি ব্যক্তিগত পরিস্থিতি। আমরা, তার সতীর্থ এবং বন্ধু হিসেবে, আশা করি তার জন্য সেরাটাই ঘটবে। তবে লিভারপুলের খেলোয়াড় হিসাবে আমরা ক্লাবের জন্যও সেরাটা চাই। আমরা সবার জন্য এমন একটি পরিস্থিতি চাই যাতে সবাই লাভবান হয়।”
প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে আছে লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়নরা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে।















মন্তব্য করুন: