বিশ্বকাপ ফুটবলে থাকছে পানি পানের দুটি বিরতি
৯ ডিসেম্বর ২০২৫
আবহাওয়া যেমনই হোক না কেন ২০২৬ বিশ্বকাপের সবগুলো ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের পানি পানের বিরতি দেওয়ার নতুন নিয়ম করেছে ফিফা। প্রতি অর্ধের ২২ মিনিট পর রেফারি এই বিরতি দেবেন।
সোমবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন নিয়মের কথা জানায়। আগের নিয়মে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো।
আগামী বছরের জুন-জুলাইয়ে ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে উষ্ণতম আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানোলো জুবিরিয়া বলেন, “প্রত্যেকটি ম্যাচের জন্য, ম্যাচ যেখানেই খেলা হোক না কেন, ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক না কেন, তিন মিনিটের হাইড্রেশন (পানি পানের) বিরতি থাকবে।”
গত সেপ্টেম্বরে কয়েকটি সংস্থা মিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, টুর্নামেন্ট চলাকালে বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে ১০টিতেই খুবই উষ্ণ আবহাওয়া থাকার মারাত্মক ঝুঁকি রয়েছে।
চলতি বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে অত্যাধিক তাপমাত্রায় ভুগতে হয়েছিল খেলোয়াড়দের। এমন আবহাওয়ায় খেলাকে বিপজ্জনক আখ্যা দিয়েছিলেন অনেকে। বেশ কিছু ম্যাচ বিকেলে শুরু হলেও তাপমাত্রা ছিল অনেক।















মন্তব্য করুন: