ছন্দহীন রিয়ালে আলোনসোর পাশে দল
১১ ডিসেম্বর ২০২৫
গত দুই মাস ধরে হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে থাকা রিয়াল মাদ্রিদ এবার হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইংলিশ ক্লাবটির কাছে হারে শঙ্কা আছে কোচ শাবি আলোনসোর চাকরি থাকা নিয়েও। তবে জুড বেলিংহ্যাম, রদ্রিগো ও থিবো কর্তোয়ার মতো তারকারা জানিয়েছেন, বাজে সময়ে তারা সবাই শক্তভাবেই কোচের পাশে আছেন।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউয়ে সিটির কাছে ২-১ গোলে হারে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে আলোনসোর দলের এটি টানা দ্বিতীয় পরাজয়। আর সবশেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতেই জয়হীন থাকল তারা।
চোটের কারণে রক্ষণভাগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগে থেকেই মাঠের বাইরে ছিলেন। চোটের কারণে এদিন খেলতে পারেননি আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পেও।
রিয়ালের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের মাঝে বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে কোচের সঙ্গে একাধিক খেলোয়াড়ের দ্বন্দ্ব ও ড্রেসিংরুমে গুমোট পরিবেশের বিষয়টি। এছাড়া মাদ্রিদের কিছু সংবাদ মাধ্যমে আগে থেকেই আলোচনা ছিল, সিটির বিপক্ষে হারলে চাকরি হারাতে পারেন আলোনসো।
তবে ম্যাচ শেষে মিডফিল্ডার বেলিংহ্যাম জানান, কোচের প্রতি দলের শতভাগ সমর্থন আছে।
“আমাদের কোচ তো অসাধারণ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। ছেলেদের আরও অনেকের সম্পর্কও দারুণ। প্রথম কিছু ম্যাচের পর যখন আমরা কয়েকটি ম্যাচে ড্র করলাম, নিজেদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের।”
“সবশেষ ম্যাচগুলোয় আমরা নিজেদেরই পতন ডেকে এনেছি। তবে কেউ হাল ছাড়ছে না, কেউ অভিযোগ করছে না বা কেউ কাতর হচ্ছে না যে, মৌসুম শেষ হয়ে গেছে।”
কোচের প্রতি নিজের সমর্থন জানান কোর্তোয়াও। সিটির বিপক্ষে ম্যাচটি আলোনসোর জন্য পরীক্ষা ছিল এমনটি মানতে নারাজ এই বেলজিয়ান গোলরক্ষক।
“আমরা ব্যাপারটি সেভাবে দেখছি না। আমরা জিততে চেয়েছিলাম, কারণ আমরা জানি আমরা কোন পরিস্থিতিতে আছি। লা লিগায় আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। চ্যাম্পিয়নস লিগে যদিও ভালো করছিলাম। কিন্তু শীর্ষ আটের বাইরে ছিটকে পড়তে পারি না। তবে আমার মনে হয়, আজকে আমরা দেখিয়েছি যে, সবাই কোচের পাশে আছি।”
যাদের সঙ্গে আলোন্সোর দূরত্ব বা মনোমালিন্যের খবর ছড়িয়েছে, তাদেরই একজন রদ্রিগো। আলোনসোর অধীনে চলতি মৌসুমে শুরুর একাদশে খুব কমই মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে এমবাপ্পের অনুপস্থিতিতে এদিন শুরুর একাদশে জায়গা পান তিনি। ৩২ ম্যাচের গোলখরা কাটিয়ে দলকে এগিয়ে দেওয়ার পর উদযাপনের সময় কোচকে গিয়ে জড়িয়েও ধরেন এই ফরোয়ার্ড।
কোচের সঙ্গে তার দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও ম্যাচের পর সে সব উড়িয়ে দিয়ে রদ্রিগো বলেন, “আমরা কোচের পাশে আছি। অনেক কিছু বলা হয়েছে যেগুলো মিথ্যে। আমি গোলের পর শাবি আলোনসোকে জড়িয়ে ধরেছি কারণ আমি জানি এটা তার জন্যও কঠিন সময়। এটা খেলোয়াড় ও অন্যান্যদের জন্যও কঠিন সময়। আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা আমাদের কোচের সঙ্গে আছি।”
আগামী রোববার লিগ ম্যাচে আলাভেসের বিপক্ষে খেলবে রিয়াল।















মন্তব্য করুন: