রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জয়ে দলের মানসিকতায় মুগ্ধ ম্যানসিটি কোচ

১১ ডিসেম্বর ২০২৫

রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জয়ে দলের মানসিকতায় মুগ্ধ ম্যানসিটি কোচ

শুরুতে গোল হজমের পর প্রথমার্ধেই জোড়া গোল করে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের এই প্রত্যাবর্তনে খেলোয়াড়দের দৃঢ় মানসিকতার প্রসংশা করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালকে ২-১ গোলে হারায় সিটি।

ম্যাচের শুরুর ৩০ মিনিটে রিয়ালের আক্রমণাত্মক ফুটবলের সামনে বেশ দুর্বল দেখায় গুয়ার্দিওলার দলকে। বক্সের বাইরে থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রদ্রিগো।  

রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলে ৩৫তম মিনিটে নিকো ওরাইলির গোলে সমতায় ফেরে সিটি। আর বিরতির আগে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আর্লিং হলান্দ।

শুরুর দিকে তার দল পিছিয়ে ছিল বলে স্বীকার করেন গুয়ার্দিওলা। তবে মন্থর শুরুর পরও দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রসংশা করেন তিনি।

আমরা এর আগেও এখানে বেশ কয়েকবার এসেছি এবং আজকের চেয়ে অনেক, অনেক ভালো খেলেছি। কিন্তু জিততে পারিনি। প্রথম ২৫ মিনিটে, নিকোর গোল হওয়া পর্যন্ত, তারা আমাদের চেয়ে অনেক ভালো ছিল।

এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সিটির খেলায় আরও ছন্দ দেখা যায়। জেরেমি ডকু ও ফিল ফোডেন রিয়ালের রক্ষণে সমস্যা সৃষ্টি করছিলেন। ডকুর পারফরম্যান্সে আলাদা করে প্রসংশা করেন গুয়ার্দিওলা।

যতবারই আমরা বল হারিয়েছি, ততবারই তারা আমাদের হুমকি দিয়েছে, বিশেষ করে ভিনিসুস জুনিয়র অনেকবার। গোল করাটা ভালো ছিল কারণ এটি আমাদের খেলায় ফিরে আসতে সাহায্য করেছে। জেরেমি ডকু আজ অসাধারণ ছিল, অন্য খেলোয়াড়দের মতোও। এই স্টেডিয়ামে খেলাটা এত কঠিন, সেখানে প্রথমবার আসা অনেক নতুন খেলোয়াড়ের জন্য এখানে থাকাটা একটি ভালো অভিজ্ঞতা ছিল।"

খেলোয়াড়দের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি খুশি। গত কয়েক বছরে আমি অনেকবার এখানে এসেছি। আমরা অনেক লড়াই করেছি। আজকের চেয়ে অনেক ভালোও ছিলাম কিন্তু জিততে পারিনি। এটাই বাস্তবতা।

ছয় ম্যাচে চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে সিটি। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রিয়াল। আট ম্যাচের প্রাথমিক পর্ব শেষে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় পা রাখবে।

মন্তব্য করুন: