দুয়ো শুনে দমছেন না রিয়াল কোচ
১১ ডিসেম্বর ২০২৫
ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হারের পর গ্যালারিতে আরও জোরাল হয় দুয়োধ্বনি। সমর্থকদের এমন প্রতিক্রিয়া মেনে নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। শুরুতে এগিয়ে যাওয়ার পর ম্যানচেস্টার সিটির কাছে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সিটির কাছে ২-১ গোলে হারে রিয়াল। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচের ৬টিতে জয়হীন থাকল আলোনসোর দল। ঘরের মাঠে গত রোববার লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
লিগে প্রথম ১১ ম্যাচের ১০টিতে জয় পাওয়া রিয়াল সবশেষ ৪ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। পয়েন্ট তালিকার দুইয়ে নেমে যাওয়া দলটি শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে ৪ পয়েন্টে। আর চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
সিটির বিপক্ষে হারের পর সমর্থকদের ক্ষোভকে আলোনসো এগুলোকে স্বাভাবিকভাবেই নেওয়ার কথা জানান।
“ঘরের মাঠে না জিততে পারলে এসব (দুয়ো) হতেই পারে। ম্যাচজুড়ে সমর্থকদের প্রাণশক্তি আমরা অনুভব করেছি। দলের যখন প্রয়োজন ছিল, দলকে তারা উজ্জীবিত করেছে। ম্যাচ শেষে যদি তারা দুয়ো দিয়ে থাকে, আমরা সেটার কারণ বুঝতে পারছি এবং মেনে নিচ্ছি। এখানে প্রত্যাশা সবসময়ই অনেক উঁচুতে।”
সিটির বিপক্ষে গোলের সুযোগ বেশি তৈরি করেছে রিয়াল। আক্রমণ করেছে অনেক। তবে গোলের জন্য ১৭টি শট নিলেও লক্ষ্যে ছিল কেবল দুটি।
চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠে না থাকলেও দল যেভাবে পারফর্ম করেছে, সেটির প্রশংসা করেন আলোনসো। একই সঙ্গে দ্রুত বাজে সময় কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি।
“দল লড়াই চালিয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমাদের অনেক চোট সমস্যা থাকলেও খেলোয়াড়রা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। আজকে আমার কোনো অভিযোগ নেই, সমালোচনা করার কিছু নেই। খেলোয়াড়রা প্রতিনিয়ত যা করছে সেই মানসিকতার সত্যিই প্রশংসা করি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”
“নভেম্বর-ডিসেম্বরের ফল ভালো হয়নি। আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। তবে আত্মসমালোচনা করছি আমরা। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে, সময়টা পেরিয়ে যাবে।”















মন্তব্য করুন: