রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকাকে গুরুত্ব দিচ্ছেন না বার্সা কোচ

১৩ ডিসেম্বর ২০২৫

রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকাকে গুরুত্ব দিচ্ছেন না বার্সা কোচ

স্প্যানিশ রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থাকাকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার মতে, মৌসুমের বাকি সময়ে মনোযোগী থাকার সত্যিকারের পরীক্ষা এখন তাদের সামনে।

১৬ ম্যাচে ১৩ জয় ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। ১১ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। শাবি আলোনসোর দল সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জিতেছে।

শনিবার তালিকার ১৫ নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের এগিয়ে থাকাকে বড় করে না দেখার কথা বলেন ফ্লিক।

সামনে অনেক লম্বা পথ। এখন ডিসেম্বর, সামনে আমাদের অনেক খেলা বাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের দিকে দেখা। কিছু ক্ষেত্রে আমরা আরও ভালো করতে পারি। সঠিক মনোভাব হবে, এরই মধ্যে আমরা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট না হওয়া। আমাদের এগিয়ে যেতে হবে।

বার্সেলোনা অধিনায়ক অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট কাটিয়ে দলে ফেরায় গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ৩৩ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক।

অন্যদিকে গত মৌসুমে এস্পানিওল থেকে আসা তরুণ গোলরক্ষক জোয়ান গার্সিয়া এরই মধ্যে পোস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ২৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে খেলেছেন। একাদশে তার জায়গা নিয়ে কোনো সংশয়ের সুযোগ দেখেন না বার্সেলোনা কোচ।

জোয়ান এখন এক নম্বর। দুই বা তিন নম্বর কে, তা নিয়ে আমি কোনো কথা বলব না। জোয়ান খেলবে, তার ওপর আমাদের আস্থা আছে। তাকে বদলানোর কোনো ভাবনা আমার নেই। সে খুব ভালো করছে।

মন্তব্য করুন: