বার্সা আগের চেয়ে ভালো খেলছে, জোড়া গোল করে বললেন রাফিনিয়া
১৪ ডিসেম্বর ২০২৫
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগায় টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া জানিয়েছেন, আগের চেয়ে ভালো খেলছেন তারা।
শনিবার কাম্প নউয়ে ওসাসুনাকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। এই জয়ে এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে আপাতত ৭ পয়েন্টে এগিয়ে থেকে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে হানসি ফ্লিকের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন রাফিনিয়া। ৭০তম মিনিটে পেদ্রির বাড়ানো বল ধরে ডি-বক্সের মাথা থেকে বাঁ পায়ের জোরাল শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৮ বছর বয়সী এই তারকা।
গত মাসে চেলসির কাছে চ্যাম্পিয়নস লিগে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা পঞ্চম জয়।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রাফিনিয়া জানান, শিরোপা জয়ের জন্য নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে তাদের।
“আমাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকভাবে করি, তাহলে অন্য কাউকে নিয়ে আমাদের ভাবতে হবে না। আমরা আগের চেয়ে ভালো খেলছি এবং পয়েন্ট যত বেশি হবে, ততই ভালো।”















মন্তব্য করুন: