রেকর্ড গড়ে বুন্ডেসলিগায় ১০০ গোলে অবদান কেইনের

২২ ডিসেম্বর ২০২৫

রেকর্ড গড়ে বুন্ডেসলিগায় ১০০ গোলে অবদান কেইনের

বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে একের পর এক রেকর্ড গড়া হ্যারি কেইনের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। হাইডেনহাইমের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জার্মান বুন্ডেসলিগায় সবচেয়ে কম ম্যাচে একশ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।

রোববার চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে হাইডেনহাইমকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে ভিনসেন্ট কোম্পানির দল। ১৫ ম্যাচে ১৩ জয়ে তাদের পয়েন্ট ৪১।

ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন কেইন। এই গোলেই সাবেক বায়ার্ন তারকা আরিয়েন রোবেনকে পেছনে ফেলেন তিনি। ১০০ গোলে অবদান রাখতে ইংল্যান্ড অধিনায়ক খেলেছেন ৭৮ ম্যাচ, ৮১ গোলের পাশাপাশি সহায়তা করেছেন ১৯টি গোলে।

অন্যদিকে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বায়ার্নে খেলা ডাচ ফরোয়ার্ড রোবেন একশ গোলে অবদান রাখতে খেলেন ১১৯ ম্যাচ।

অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা কেইন এবারের লিগে ১৫ ম্যাচেই করে ফেললেন ১৯ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে তার গোল এখন ৩০টি। গত সপ্তাহে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ৫০ গোল করার মাইলফলক স্পর্শ করেছিলেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। এবার বছর শেষ করলেন ৫১ গোল নিয়ে।

মন্তব্য করুন: