কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা
১৬ জানুয়ারি ২০২৬
ফেররান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। বৃহস্পতিবার শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরকে ২-০ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের দল।
প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে বেশ ঘাম ঝরাতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৭টি। অন্যদিকে ৬ শট নেওয়া স্বাগতিকদের লক্ষ্যে ছিল ৩টি।
বিবর্ণ প্রথমার্ধে দ্বিতীয় স্তরের লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রেসিংয়ের বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি।
৬৬তম মিনিটে ফের্মিন লোপেসের পাস থেকে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। এরপর তোরেস, মার্কাস র্যাশফোর্ড ও দানি ওলমোকে তুলে নিয়ে রবের্ট লেভানদফস্কি, রাফিনিয়া ও পেদ্রিকে বদলি হিসেবে নামান কোচ।
৮০তম মিনিটে লোপেস ও লেভানডফস্কির কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। এর আগে পরে দুইবার বার্সেলোনার জালে বলও জড়িয়েছিল স্বাগতিকরা। কিন্তু অফসাইডের কারণে সেগুলো গোল হয়নি।
পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে রেসিং। এর পরের মিনিটে রাফিনিয়ার নিচু ক্রস থেকে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল।
গত বুধবার দ্বিতীয় স্তরের লিগের পয়েন্ট তালিকার ১৭ নম্বর দল আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ।
শেষ আটে বার্সেলোনার সঙ্গী হয়েছে আথলেতিক বিলবাও, আলাভেস, আলবাসেতে, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, রিয়াল সোসিয়েদাদ ও ভালেন্সিয়া।















মন্তব্য করুন: