১১ ম্যাচ জেতার পর হারল বার্সা

১৯ জানুয়ারি ২০২৬

১১ ম্যাচ জেতার পর হারল বার্সা

টানা ১১ ম্যাচের সবকটিতেই জয়। গত সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও। এমন দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা হেরে গেছে রিয়াল সোসিয়েদাদের কাছে।

লা লিগায় রোববার ঘরের মাঠে বার্সেলোনাকে - গোলে হারায় সোসিয়েদাদ। শেষের দিকে ১০ জনের দল নিয়ে খেলে স্বাগতিকরা।

লা লিগায় টানা এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারের মুখ দেখল বার্সেলোনা। গত নভেম্বরে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে - গোলে সবশেষ হেরেছিল তারা। আর লিগে ফ্লিকের দলের সবশেষ পরাজয় ছিল অক্টোবরে, রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয়।

২০ ম্যাচে ১৬ জয় এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বার্সেলোনা ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ২৫টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে শটের ৬টি লক্ষ্যে ছিল সোসিয়েদাদের।

ম্যাচের ২৫ সেকেন্ডেই বার্সেলোনার জালে বল পাঠান মিকেল ওইয়ারসাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে সোসিয়েদাদের জালে বল জড়ান ফের্মিন লোপেস। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করেন ফেরারি, কারণ আক্রমণের সময় স্বাগতিকদের একজনকে দানি ওলমো ফাউল করেন।

২৭তম মিনিটে জটলা থেকে বল জালে জড়ান লামিনে ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে এবারও বার্সেলোনার উদযাপন মাটি হয়ে যায়।

এর চার মিনিট পর সোসিয়েদাদকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। বিরতির পর বদলি হিসেবে নেমে ৭০তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান মার্কাস ্যাশফোর্ড। কিন্তু পরের মিনিটেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

পেদ্রিকে ফাউল করলে ৮৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ মিডফিল্ডার কার্লোস সোলের। এরপর যোগ করা মিনিটেও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা।

মন্তব্য করুন: