আর্সেনালের সাতে ৭, অঘটনের শিকার ম্যানসিটি-পিএসজি
২১ জানুয়ারি ২০২৬
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে আর্সেনাল। গানারদের দুর্দান্ত জয়ের রাতে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার সান সিরোয় ইন্টার মিলানকে ৩-১ গোলে হারায় আর্সেনাল। ইংলিশ ক্লাবটির হয়ে অপর গোলটি করেন ভিক্তর ইয়োকেরেশ।
চোট কাটিয়ে ফেরার পর চলতি মৌসুমে দ্বিতীয়বার শুরুর একাদশে মাঠে নেমে আর্সেনালকে দশম মিনিটে এগিয়ে দেন জেসুস। আট মিনিট পর সমতায় ফেরে ইন্টার।
৩১তম মিনিটে দলকে আবার এগিয়ে দেন জেসুস। বুকায়ো সাকার কর্নারে লিয়ান্দ্রো ত্রোসারের হেড ক্রসবার লেগে ফিরলে হেডেই তা জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
৮৪তম মিনিটে সাকার বাড়ানো বলে দলের শেষ গোলটি করেন ইয়োকেরেশ।
সাত ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল মিকেল আর্তেতার দল।
এদিন সবচেয়ে বড় অঘটনের শিকার হয় সিটি। বোদো/গ্লিমটের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয় পেপ গুয়ার্দিওলার দল। চলতি আসরে নরওয়ের ক্লাবটির এটি প্রথম জয়।
শুরুর এক ঘণ্টার মধ্যে তিন গোল করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বোদো। ৬০তম মিনিটে রায়ান শের্কি এক গোল শোধ করলে ম্যাচে ফেরার কিছুটা আভাস দেয় সিটি। কিন্তু দুই মিনিট পর রদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলের পরিণত হয় ইংলিশ ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগে এই নিয়ে সবশেষ তিন ম্যাচের দুটিতে হারল সিটি। সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছে তারা।
অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের মাঠে ২-১ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের সব গোলগুলো হয় নির্ধারিত সময়ের শেষ ১৬ মিনিটে।
ম্যাচে ৬৯ শতাংশের সময় বল দখলে রাখা পিএসজি গোলের জন্য ২৮ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। অন্যদিকে ১০ শটের ৪টি লক্ষ্যে রাখে স্পোর্তিং।
৭৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস। পাঁচ মিনিট পর ফরাসি চ্যাম্পিয়নদের সমতায় ফেরান খাভিচা কাভারাৎস্খেলিয়া। ৯০তম মিনিটে স্পোর্তিংকে আবার এগিয়ে দেন সুয়ারেস।
সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে স্পোর্তিং।
আরেক ম্যাচে ১০ জনের বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারায় টটনাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটি ইউরোপ ক্লাব সেরার আসরে আছে দুর্দান্ত ছন্দে। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে তারা।















মন্তব্য করুন: