প্রতিপক্ষের কাছে ধরাশয়ী হয়ে প্রশংসায় পঞ্চমুখ গুয়ার্দিওলা
২১ জানুয়ারি ২০২৬
গত বছরের ইউরোপা লিগে রুপকথা লিখে সেমি-ফাইনালে ওঠার পর নরওয়ের ফুটবলের অনেকেই মনে করেছিল সেরাটা দেখিয়ে ফেলেছে তাদের দল বোদো/গ্লিমট। কিন্তু এবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে ক্লাবটি প্রমাণ করেছে তাদের সামর্থ্য। ম্যাচ শেষে তাই আর্কটিক সার্কেলের ভেতরে থাকা দলটির দৃঢ়তার প্রশংসা করেছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
মঙ্গলবার ঘরের মাঠে সিটিকে ৩-১ গোলে হারায় বোদো/গ্লিমট। এবারের আসরে এটি ছিল নরওয়ের ক্লাবটির প্রথম জয়। এক ঘণ্টার ভেতর গোল তিনটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
লজ্জাজনক পরাজয়ের পর সাংবাদিকদের গুয়ার্দিওলা বলেন, “রক্ষনাত্মকভাবে তারা অবিশ্বাস্য – গত ছয়, সাত বছর ধরে একই ম্যানেজার, একই খেলোয়াড় তারা যা করতে চায় তাতে ধারাবাহিকতা দিয়েছে। তাই পূর্ণ সম্মান।”
“গত মৌসুমে তারা ইউরোপা লিগের সেমি-ফাইনালে পৌঁছেছিল, তার মানে তারা শীর্ষ দল, দুর্দান্ত।”
৫৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড দাবি করেন, তিনি প্রতিপক্ষকে অবমূল্যায়ন করেননি। তবে তুলনামূলকভাবে একটি তরুণ দল নামিয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের বেঞ্চে রেখেছিলেন সিটি কোচ।
“তারা রক্ষণে নিজেদেরকে ভালোভাবে রেখেছিল। ফলে আপনাকে বাইরে বাইরে দিয়ে যেতে হতো এবং আমাদের কাছে একজনের বিপক্ষে আরেকজনকে রাখার মতো খেলোয়াড় ছিল না। ফলে আমাদেরকে ভুগতে হয়েছে।”
“তবে সাধারণভাবে, একটি ঐতিহ্যবাহী দল হিসেবে, উত্তর ইউরোপের বেশিরভাগ দলের মতো তারাও সত্যিই খুব ভালো, তাই তাদের অভিনন্দন জানাই। আমরা এর বাইরে আর কিছু বলতে পারি না।”
৬০তম মিনিটে সিটির হয়ে এক গোল শোধ দেন রায়ান শের্কি। এর দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার রদ্রি মাঠ ছাড়লে সিটি ১০ জনের দলে পরিণত হলে আর ঘুরে দাঁড়াতে পারেনি।















মন্তব্য করুন: