চ্যাম্পিয়নস লিগে বার্সা-বায়ার্ন-লিভারপুলের জয়
২২ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগে সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে কোনো অঘটন ঘটেনি। জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও চেলসির মতো বড় দলগুলো।
বুধবার চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের মাঠে শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের জয় পায় বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই হয় চার গোল।
দশম মিনিটে এগিয়ে যাওয়া স্বাগতিকরা ব্যবধান ধরে রাখে ৩৩ মিনিট পর্যন্ত। পরের মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান ফের্মিন লোপেস। ৪২তম মিনিটে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ মিডফিল্ডার। দুই মিনিট পর রবের্ট লেভানডফস্কির আত্মঘাতী গোলে সমতায় ফেরে প্রাগ।
বিরতির পর বদলি হিসেবে নামার খানিকবাদেই ৬৩তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন দানি ওলমো। মিনিট সাতেক পর মার্কাস র্যাশফোর্ডের অ্যাসিস্টে দলের শেষ গোলটি করেন লেভানডফস্কি।
সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বার্সেলোনা।
৩৬ দলের আসরে শীর্ষ আটটি দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো থেকে দুই লেগের প্লে-অফ থেকে বাকি আটটি দল পাবে শেষ ষোলোর টিকিট।
ঘরের মাঠে হ্যারি কেইনের জোড়া গোলে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন এসজিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ আটে থেকে শেষ ষোলো নিশ্চিত করে বায়ার্ন। ম্যাচের শেষ আধা ঘণ্টার বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। ৫৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ স্ট্রাইকার। চলতি আসরে তার গোল হলো ৭টি।
৬৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বেলজিয়ামের দলটি।
সাত ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
ফরাসি ক্লাব মার্সেইয়ের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে ড্র করা আর্নে স্লটের দল চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল।
আফ্রিকা কাপ অব নেশন্স থেকে ফিরেই এদিন শুরুর একাদশে জায়গা পান মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সোবোসলাইয়ের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। ৭২তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় ইংলিশ চ্যাম্পিয়নদের। নির্ধারিত সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটে দলের শেষ গোলটি করেন কোডি গাকপো।
সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।
নতুন কোচ লিয়াম রোসেনরের অধীনে চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে চেলসি। পাফোসের বিপক্ষে ঘরের মাঠে মোসেস কাইসেদোর একমাত্র গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার আট নম্বরে।















মন্তব্য করুন: