বোদোর কাছে হার, সমর্থকদের অর্থ ফেরত দেবেন ম্যানসিটির খেলোয়াড়রা
২২ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমটের কাছে লজ্জাজনক পরাজয়ের পর দলের ম্যাচ দেখতে যাওয়া সমর্থকদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। এই অর্থ তারা নিজেদের পকেট থেকে দেবেন।
গত বুধবার বোদোর মাঠে ৩-১ গোলে হারে সিটি। ম্যাচের প্রথম এক ঘণ্টার ভেতর গোল তিনটি হজম করে তারা। ৬০তম মিনিটে রায়ান শের্কি এক গোল শোধ দিলেও দুই মিনিট পর রদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাবশালী দলটিকে হারিয়ে এবারের ইউরোপ ক্লাব সেরার আসরে প্রথম জয় তুলে নেয় বোদো।
এমন হতাশাজনক হারের পর সিটির সিনিয়র খেলোয়াড় বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, রদ্রি ও আর্লিং হলান্দ এক বিবৃতিতে আর্কটিক অঞ্চলে দলকে সমর্থন যোগাতে দীর্ঘ যাত্রা করা সমর্থকদের আত্মত্যাগের কথা স্বীকার করেন।
বুধবারের বিবৃতিতে তারা বলেন, “আমাদের সমর্থকরা আমাদের কাছে সবকিছু ... আমাদের জন্য মাঠের একটি কঠিন সন্ধ্যা জুড়ে যারা হাড়কাঁপানো ঠান্ডায় আমাদের সমর্থন করেছেন, সেই ভক্তদের জন্য এটি ছিল অনেক দীর্ঘ একটি যাত্রা।”
“যারা বোদোতে ভ্রমণ করেছিলেন আমরা অন্তত তাদের টিকিটের অর্থ ফেরত দিতে পারি।”
তারা মোট ৩৭৪ জন ভক্তকে মোট ৯ হাজার ৩৫৭ পাউন্ড ফেরত দেবেন, যেখানে প্রতিটি টিকিটের জন্য প্রায় ২৫ পাউন্ড করে খরচ করেছিলেন।
খেলোয়াড়দের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিটির অফিশিয়াল সাপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে কেভিন পার্কার বলেন, “আমরা জানি বোদোর কাছে হারে খেলোয়াড়রা হতাশ। তবে শনিবার আমাদের ঘরের মাঠে পরের ম্যাচের মাধ্যমে জয়ের ধারায় ফিরে আসার সুযোগ রয়েছে। আমাদের ভক্তরা পূর্ণ উদ্যমে থাকবেন। তারা যেমনটি সবসময় করেন সেভাবেই দলকে সমর্থন করবেন।”
প্রিমিয়ার লিগে গত শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারে সিটি। আগামী শনিবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা।
শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে তালিকার দ্বিতীয় স্থানে গুয়ার্দিওলার দল।















মন্তব্য করুন: