ইয়ামালের দৃষ্টিনন্দন গোল, লা লিগার শীর্ষে ফিরল বার্সা
২৬ জানুয়ারি ২০২৬
প্রতিপক্ষের ভুলে পাঁচ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বার্সেলোনা। এরপর লামিনে ইয়ামালের দৃষ্টিনন্দন গোলে নিশ্চিত হলো জয়। এতেই রিয়াল মাদ্রিদকে সরিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে হানসি ফ্লিকের দল।
রোববার কাম্প নউয়ে রিয়াল ওবিয়েদোকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আগের দিন ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে ওঠার রিয়াল আবার নেমে গেছে দুই নম্বরে। তাদের পয়েন্ট ৫১।
গোলশূন্য প্রথমার্ধের পর ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের ভুলের সুযোগে ৫২তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন দানি ওলমো।
৫৭তম মিনিটে সফরকারীদের আরেকটি ভুলে ব্যবধান দ্বিগুণ হয় কাতালান ক্লাবটির। মাঝমাঠ থেকে গোলরক্ষককে ব্যাক-পাস দেওয়ার চেষ্টা করেন এক ডিফেন্ডার। কিন্তু তার আগেই সেই বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান রাফিনিয়া।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল এখন ১২টি। গোলে সহায়তা করেছেন ৫টি।
৭৩তম মিনিটে চমৎকার গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ইয়ামাল। গোলরক্ষকের গোল কিকে মাঝমাঠের কাছে বল পেয়ে যান বার্সেলোনার কাসাদো। এই মিডফিল্ডারের পাস পেয়ে বল বক্সের ভেতর ক্রস করেন ওলমো। অ্যাক্রোবেটিক ভলিতে তা জালে জড়ান ইয়ামাল।















মন্তব্য করুন: