বেনফিকার কাছে হেরে দলের নিবেদনের অভাবে ক্ষুব্ধ এমবাপ্পে

২৯ জানুয়ারি ২০২৬

বেনফিকার কাছে হেরে দলের নিবেদনের অভাবে ক্ষুব্ধ এমবাপ্পে

শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় খেলার দ্বারপ্রান্তেই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে হারায় টানা দ্বিতীয় আসরে প্লে-অফে খেলতে হবে টুর্নামেন্টের সফলতম ক্লাবটিকে। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পুরো দলকেই কাঠগড়ায় তুলেছেন কিলিয়ান এমবাপ্পে। সতীর্থদের মধ্যে যথেষ্ট তাড়না দেখতে না পাওয়ার কথাও জানিয়েছেন রিয়ালের এই ফরাসি তারকা।

বুধবার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে বেনফিকার মাঠে নেমেছিল রিয়াল। তবে স্বাগতিকদের কাছে - গোলে হেরে পয়েন্ট তালিকার নম্বরে নেমে গেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। ফলে শেষ ষোলোয় খেলতে হলে এবারও প্লে-অফের বাধা পেরুতে হবে তাদের।

৩০তম মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু এরপর তিনটি গোল হজম করে তারা। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন এমবাপ্পে। কিন্তু তা আর হয়নি। উল্টো মিনিট যোগ করা সময়ে রাউল আসেনসিও রদ্রিগো লাল কার্ড দেখলে জনের দলে পরিণত হয় স্প্যানিশ ক্লাবটি। শেষ মিনিটে গোলরক্ষকের গোলে ২৪তম শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয় বেনফিকার।

শক্তি মানের বিচারে নিশ্চিতভাবে বেনফিকার চেয়ে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু পর্তুগিজ দলটি কোন জায়গায় এগিয়ে ছিল ম্যাচ শেষে তা খোলাসা করেন এমবাপ্পে।

মানের ব্যাপার এটি নয়, কৌশলের ব্যাপারও নয়। ব্যাপারটি হলো প্রতিপক্ষের চেয়ে বেশি তাড়না থাকার। আপনারা দেখতেই পাচ্ছিলেন, বেনফিকা ছিল মরিয়া, আমাদের মধ্যে সেটা দেখা যায়নি। এটা একটা সমস্যা। খেলার আগে দুই দলেরই লক্ষ্য ছিল। আমাদের চাওয়া ছিল সেরা আটে থাকা, বেনফিকার সেরা চব্বিশে থাকা। আমরা এটা বেনফিকার মধ্যে দেখেছি। কিন্তু আমাদের মধ্যে আপনারা এটা দেখতে পাননি।

এই ম্যাচের আগে নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে খেলা টানা তিনটি ম্যাচ জিতেছিল রিয়াল। আবারও হারের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না এমবাপ্পে।

আমরা ধারাবাহিক হতে পারছি না। এই সমস্যার সমাধান করতে হবে। এক দিন আমরা পারছি, আরেকদিন পারছি না, এটা হতে পারে না। চ্যাম্পিয়নদের দল এরকম করে না।

আরও দুটি ম্যাচ খেলতে হবে আমাদের (নকআউটে যেতে) এবং সেটা আমাদের জন্য হতাশার। আমরা চেয়েছিলাম, ফেব্রুয়ারিতে যেন একটু ফাঁকা সময় পাই, যাতে নিজেদের খেলা নিয়ে কাজ করতে পারি। অথচ এখন আমাদেরকে প্লে-অফ খেলতে হবে।

এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে আট ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে রিয়াল। আগের দুটি ছিল লিভারপুল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। জিতেছে বাকি পাঁচটি। গত মৌসুম থেকে নতুন ফরম্যাটে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বেও তিনটিতে হেরেছিল তারা।

মন্তব্য করুন: