ম্যান সিটি, লিভারপুলের জয়ের রাতে ধাক্কা খেল ম্যান ইউ

১৭ সেপ্টেম্বর ২০২৩

ম্যান সিটি, লিভারপুলের জয়ের রাতে ধাক্কা খেল ম্যান ইউ

আন্তর্জাতিক বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার বর্তমান চ্যাম্পিয়ন সিটি ৩-১ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারায়। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে একই ব্যবধানে হারায় লিভারপুল।

ওয়েস্ট হ্যামের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা সিটি ৩৬তম মিনিটে পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সিটিকে সমতায় ফেরান জেরেমি ডকু। ৭৬ তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন বেরনার্দো সিলভা। দুটো গোলেই সহায়তা করেন হুলিয়ান আলভারেস।

৮৬তম মিনিটে সিলভার বাড়ানো বলে আর্লিং হলান্দ বল জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে আবারও তালিকার শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা।

লিভারপুল অধিনায়ক অ্যান্ডি রবার্টসন ব্যবধান দ্বিগুণ করেনঅন্যদিকে দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে পুরো প্রথমার্ধ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে   উলভারহ্যাম্পটন। ম্যাচের সপ্তম মিনিটেই পর্তুগালের পেদ্রো নেতোর দুর্দান্ত সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন হুয়াং হি-চান।

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়াতে শুরু করে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। ৫৫তম মিনিটে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর সহায়তায় দলকে সমতায় ফেরান স্ট্রাইকার কোডি গ্যাপকো।

প্রিমিয়ার লিগে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা লিভারপুল অধিনায়ক অ্যান্ডি রবার্টসন ম্যাচের ৮৫তম মিনিটে সালাহর বাড়ানো বলে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

যোগ করা সময়ে উলভারহ্যাম্পটন ডিফেন্ডার হুগো বুয়েনো নিজেদের জালেই বল জড়ালে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে তারা।

ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডআরেক ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ভালো শুরু করলেও ২০তম মিনিটে সাবেক ইউনাইটেড খেলোয়াড় ড্যানি ওয়েলবেকের গোলে পিছিয়ে যায় এরিক টেন হাগের দল। ৫৩তম ও ৭১তম মিনিটে আরও দুইবার ইউনাইটেডের জালে বল জড়ায় ব্রাইটন।

৭৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা হানিবাল মেহব্রির গোলে শুধু ব্যবধান কমায় ইউনাইটেড। মৌসুমে ম্যাচে হার নিয়ে পয়েন্ট পাওয়া প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি পয়েন্ট টেবিলের ১২ নম্বরে রয়েছে।

মন্তব্য করুন: